Ranveer Allahabadia: ‘আপনার মাথায় নোংরামি ভরে রয়েছে’ রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, তবে জেল হচ্ছে না

Last Updated:

Bollywood Gossip: স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর আলাবাদিয়া 'ইন্ডিয়া গট ল্যাটেন্ট'-এ অশ্লীল মন্তব্য করেছিলেন।

জেল হচ্ছে না রণবীর আলাহবাদিয়ার- Photo- File
জেল হচ্ছে না রণবীর আলাহবাদিয়ার- Photo- File
: সময় রায়নার শো ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’-এর বিতর্কে রণবীর আলাহাবাদিয়া বড় স্বস্তি পেয়েছেন। রণবীর আলাহাবাদিয়াকে গ্রেফতারি থেকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর আলাবাদিয়া ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’-এ অশ্লীল মন্তব্য করেছিলেন। অসম ও মুম্বাইয়ে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, আপনার মন নোংরা।
সুপ্রিম কোর্টের বিচারপতি রণবীর আলাহবাদিয়ার ব্যবহারকে অত্যন্ত নিন্দা করেছেন৷ তিনি বলেছেন, ‘‘যেহেতু তুমি জনপ্রিয়, তাই তুমি যা ইচ্ছা তাই করতে পার না৷ তুমি সমাজকে এমনি ধরে নিতে পার না৷ এই পৃথিবীতে কেউ আছে যে এই ভাষা পছন্দ করে৷ আপনার মাথায় অসম্ভব কোনও নোংরামি রয়েছে যা আপনি বমি করে উগড়ে দিয়েছেন৷ আমরা ওনাকে রক্ষা করব কেন? ’’
advertisement
বিচারপতি আরও বলেন, ‘‘আপনি যে জনপ্রিয়তার জন্য করেছিলেন, সেটাই এখন আপনার ভয়ের কারণ হয়ে গেছে৷ ’’
advertisement
আরও বলেন, ‘‘আপনি যে শব্দ বেছেছেন তাতে মা-বাবা লজ্জিত বোধ করছেন৷ মা -বোনেরাও লজ্জিত বোধ করছেন৷ পুরো সমাজ লজ্জিত হচ্ছেন৷ এগুলি আপনার ও আপনার বন্ধুদের অধঃপতনের স্তরে নিয়ে চলে গেছে৷ সিস্টেম ও আইনের নিয়ম মেনে চলা উচিত৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Allahabadia: ‘আপনার মাথায় নোংরামি ভরে রয়েছে’ রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, তবে জেল হচ্ছে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement