Ranveer Allahabadia: ‘আপনার মাথায় নোংরামি ভরে রয়েছে’ রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, তবে জেল হচ্ছে না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর আলাবাদিয়া 'ইন্ডিয়া গট ল্যাটেন্ট'-এ অশ্লীল মন্তব্য করেছিলেন।
: সময় রায়নার শো ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’-এর বিতর্কে রণবীর আলাহাবাদিয়া বড় স্বস্তি পেয়েছেন। রণবীর আলাহাবাদিয়াকে গ্রেফতারি থেকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর আলাবাদিয়া ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’-এ অশ্লীল মন্তব্য করেছিলেন। অসম ও মুম্বাইয়ে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, আপনার মন নোংরা।
সুপ্রিম কোর্টের বিচারপতি রণবীর আলাহবাদিয়ার ব্যবহারকে অত্যন্ত নিন্দা করেছেন৷ তিনি বলেছেন, ‘‘যেহেতু তুমি জনপ্রিয়, তাই তুমি যা ইচ্ছা তাই করতে পার না৷ তুমি সমাজকে এমনি ধরে নিতে পার না৷ এই পৃথিবীতে কেউ আছে যে এই ভাষা পছন্দ করে৷ আপনার মাথায় অসম্ভব কোনও নোংরামি রয়েছে যা আপনি বমি করে উগড়ে দিয়েছেন৷ আমরা ওনাকে রক্ষা করব কেন? ’’
advertisement
বিচারপতি আরও বলেন, ‘‘আপনি যে জনপ্রিয়তার জন্য করেছিলেন, সেটাই এখন আপনার ভয়ের কারণ হয়ে গেছে৷ ’’
advertisement
আরও বলেন, ‘‘আপনি যে শব্দ বেছেছেন তাতে মা-বাবা লজ্জিত বোধ করছেন৷ মা -বোনেরাও লজ্জিত বোধ করছেন৷ পুরো সমাজ লজ্জিত হচ্ছেন৷ এগুলি আপনার ও আপনার বন্ধুদের অধঃপতনের স্তরে নিয়ে চলে গেছে৷ সিস্টেম ও আইনের নিয়ম মেনে চলা উচিত৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 12:06 PM IST