Bizzare News: রবিবার সকালে স্কুল যাচ্ছিলেন মাস্টারমশাই, ঘিরে ধরল দুষ্কৃতীরা, ঘ্যাঁচাং করে কেটে নিল হাতের কব্জি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Bizzare News: ভগবানপুরে ভয়াবহ ঘটনা, দুষ্কৃতীদের হামলায় কেটে গেল শিক্ষকের হাতের পাঁজা।
পূর্ব মেদিনীপুর: জেলায় ফের চাঞ্চল্যকর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। ভগবানপুর থানার অন্তর্গত সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুল শিক্ষক গোকুলচন্দ্র মুড়া দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিনি স্কুলে যাওয়ার পথে আচমকাই এক পরিচিত ব্যক্তির হাতে আক্রান্ত হন। ধারাল অস্ত্র দিয়ে হামলা চালান হয়, যার ফলে গুরুতর জখম হয়ে তাঁর একটি হাতের পাঁজা কার্যত কেটে যায়।
ঘটনার পরপরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থার কারণে দ্রুত কলকাতার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী গোকুলচন্দ্রবাবুর পূর্ব পরিচিত। দীর্ঘদিনের কোনও বিবাদ বা ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ভয়াবহ হামলা হতে পারে বলে অনুমান। তবে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে সম্ভাব্য হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
advertisement
advertisement
আক্রান্ত শিক্ষক গোকুলচন্দ্র মুড়া ভগবানপুর এক ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এলাকায় তিনি একজন সৎ, শান্ত ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর উপর এভাবে নৃশংস হামলা হওয়ায় গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, একজন শিক্ষক যিনি সমাজ গড়ার কাজে নিয়োজিত, তাঁকে লক্ষ্য করে এমন হামলা নিছকই নৃশংসতা এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্যের চিত্র তুলে ধরছে।
advertisement

কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হবে
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা ভগবানপুরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন দ্রুত অপরাধীর শাস্তির দাবিতে সরব হন। এলাকাবাসীর বক্তব্য, শিক্ষকের উপর হামলা গোটা সমাজের উপর আঘাত, তাই দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
advertisement
Madan Maity
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bizzare News: রবিবার সকালে স্কুল যাচ্ছিলেন মাস্টারমশাই, ঘিরে ধরল দুষ্কৃতীরা, ঘ্যাঁচাং করে কেটে নিল হাতের কব্জি