ভোটের উত্তাপ থেকে বহু দূরে, কবিগুরুর ঐতিহ্যে স্বতন্ত্র বিশ্বভারতী
Last Updated:
#শান্তিনিকেতন: নির্বাচনের মরশুমে গোটা রাজ্যের মতো বীরভূমও সরগরম। দেওয়াল লিখন থেকে প্রচারসভা, নকুলদানা থেকে ধূপকাঠির নিদানে সব সময় চর্চায় লালমাটির এই জেলা। সেখানে ব্যতিক্রমী ছবি বিশ্ব ভারতী ক্যাম্পাসে। এখানে নেই কোনও সভা, নেই দেওয়াল লিখন। নেই পোস্টার-ব্যানার-দলীয় পতাকা।
ভোটের প্রবল হওয়ার মধ্যে একেবারে নিস্তরঙ্গ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচার, দেওয়াল লিখন, কর্মীসভা থেকে কয়েক যোজন দূরে বিচ্ছিন্ন দ্বীপের মতো এক টুকরো শান্তিনিকেতন।
advertisement
যদিও এতে কারও কোনও আক্ষেপ নেই। কবিগুরুর ঐতিহ্য মেনেই সচেতনভাবে রাজনীতি এড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে কর্মী সকলেই। নির্বাচন আসে, নির্বাচন যায়। কিন্তু ঐতিহ্য ধরে রেখে আজও স্বতন্ত্র বিশ্বভারতী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2019 9:05 PM IST