Bishnupur Tourism: বর্গীদের মুছে দিয়েছিল এই কামান! বীরত্বের ইতিহাস ঘুরপাক খায় মন্দিরনগরীতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bishnupur Tourism: কী ঘটেছিল অষ্টাদশ শতকে জানলে অবাক হবেন। এই কামান একাই রুখে দিয়েছিল তাদেরকে।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: জানেন এই কামান রুখে দিয়েছিল বর্গীদের। রুখে দিয়েছিল বলা ভুল হবে একপ্রকার মুছে দিয়েছিল বর্গীদের। বাংলার এই বিশাল কামান আজও বীরত্বের ইতিহাস বহন করে চলেছে। রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। বিষ্ণুপুরে অসাধারণ সব মন্দির এবং টেরাকোটার কারুকার্যের পাশাপাশি নজর কাড়ে একটি কামান, যার নাম দলমাদল। বিষ্ণুপুরের বীর মল্লরাজাদের আমলে ব্যবহার করা হয়েছিল এই কামানটি।
সময়টা তখন অষ্টাদশ শতক। চলছে ঘোর যুদ্ধবিগ্রহ। বর্গীদের ভয়ে দরজা জানালা বন্ধ করে রাখতেন স্থানীয়রা। এমনই কথিত আছে যে বর্গীদের হামলায় হামলাকারী আক্রমণের সামনে বিষ্ণুপুরের সেনাবাহিনী পিছু হটতে শুরু করে। তৎকালীন মল্লরাজ গোপাল সিংহ, তাঁর হার তখন শুধু সময়ের অপেক্ষা। ঈশ্বরের ওপর ভরসা রেখে তখন উপাসনা করছিলেন রাজা নিজেই। তারপরই দলমাদল কামান থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক গোলা।
advertisement
আরও পড়ুন : ১ মাসে ১০ লক্ষেরও বেশি…! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে
সেই খবর ছড়িয়ে পড়তেই তেতে যায় বিষ্ণুপুরের সেনাবাহিনী, বাড়তি বুকের বল নিয়ে শুরু হয় অস্তিত্বের লড়াই। বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি দেখলে আপনার চোখ কপালে উঠবে। এক একটা মন্দির যেন এক একটা “আর্কিটেকচারাল মার্ভেল”! কিন্তু ভুল করেও মিস করবে না এই কামান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2025 1:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bishnupur Tourism: বর্গীদের মুছে দিয়েছিল এই কামান! বীরত্বের ইতিহাস ঘুরপাক খায় মন্দিরনগরীতে