৭৩ বছরের বৃদ্ধের নির্মম পরিণতি! জমি কেনার পরই মর্মান্তিক কাণ্ড? প্রত্যক্ষদর্শীর বয়ানে তীব্র রহস্য
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
সম্প্রতি তিনি দেউলিতে একটি জমি কিনেছিলেন। পরিবারের অভিযোগ, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছিল।
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগণা, অর্পণ মন্ডল : দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিষ্ণুপুর থানা এলাকায়। স্থানীয়রা একটি নির্নীয়মান বাড়ির পিছন থেকে এক বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেউলি সুলতানপুর গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অসীম নস্কর (৭৩)। জানা গেছে, সম্প্রতি তিনি দেউলিতে একটি জমি কিনেছিলেন। পরিবারের অভিযোগ, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছিল। সেই বিবাদ খেরে অসীমবাবুর এমন মর্মান্তিক বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : কে বলেছে স্কুল মানেই চার দেওয়াল? নেই বেঞ্চ-টেবিলও! প্রকৃতির কোলে শেখার আনন্দে মাতোয়ারা শিশুরা
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, দেহ দেখে মনে হচ্ছে তাঁকে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জমি সংক্রান্ত বিবাদেই এই কাণ্ড কিনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 3:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৭৩ বছরের বৃদ্ধের নির্মম পরিণতি! জমি কেনার পরই মর্মান্তিক কাণ্ড? প্রত্যক্ষদর্শীর বয়ানে তীব্র রহস্য