Biryani: বিরিয়ানির মধ‍্যে ‘ওটা’ কী? নড়া-চড়া করছে? চাঞ্চাল‍্য গোটা এলাকায়!

Last Updated:

Biryani: মহেশতলা থানার অন্তর্গত চন্দননগর মোড়ে একটি ‘সাদিকা’ নামক বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যায় স্থানীয় এক যুবক। তাঁর খাবারেই মেলে পোকা।

বিরিয়ানির মধ‍্যে ‘ওটা’ কী?
বিরিয়ানির মধ‍্যে ‘ওটা’ কী?
মহেশতলা: মহেশতলায় বিরিয়ানির মাংসতে পোকা-এর জেরে বন্ধ হল বিরায়ানির দোকান। মহেশতলা থানার অন্তর্গত চন্দননগর মোড়ে একটি ‘সাদিকা’ নামক বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যায় স্থানীয় এক যুবক। তাঁর খাবারেই মেলে পোকা। তারপরেই ঘটনাটির রেশ ছড়িয়ে পড়ে গোটে এলাকায়।
বিরিয়ানির মধ‍্যে পোকা! বিরিয়ানির মধ‍্যে পোকা!
advertisement
সূত্রের খবর,  ‘সাদিকা’ নামক দোকান থেকে তিনি বাড়ির জন‍্য খাবার কিনে  আনেন। যখন তাঁরা খেতে বসেন  তাঁরা দেখেন বিরায়ানির মাংসের মধ‍্যে নড়াচড়া করছে একটি পোকা। এরপর এই বিরিয়ানির দোকানে বেশ কিছু যুবক এসে ঝামেলা শুরু করে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  অবশেষে স্থানীয়দের চাপে বন্ধ হল বিরিয়ানির দোকান। কলকাতায় এরকম ঘটনা প্রথম নয়। বহুবার বিরিয়ানির মধ‍্যে পোকা পাওয়া বা আরশোলার পাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে,  বিরিয়ানি বাঙালিদের মধ‍্যে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর সেই বিরিয়ানিতে পোকা পাওয়া ঘটনায় ক্ষোভে ফুটছে এলাকাবাসী।
সমীর মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biryani: বিরিয়ানির মধ‍্যে ‘ওটা’ কী? নড়া-চড়া করছে? চাঞ্চাল‍্য গোটা এলাকায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement