Birbhum Student Death Case: একাধিক ও বিকৃত শারীরিক সম্পর্ক পছন্দ! বীরভূমে ছাত্রীখুনে ধৃত শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিচ্ছিন্না স্ত্রীর

Last Updated:

Birbhum Student Death Case: একাধিক যৌ*ন সম্পর্কে লিপ্ত ছিল রামপুরহাটে নাবালিকা ছাত্রীকে নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত স্কুলশিক্ষক। ঘর থেকে উদ্ধার বিকৃত যৌ*ন সম্পর্কে লিপ্ত থাকার সরঞ্জাম।

অভিযুক্ত শিক্ষক
অভিযুক্ত শিক্ষক
বীরভূম, সৌভিক রায়: নৃশংসভাবে টুকরো টুকরো করে সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন করার অভিযোগে ধৃত রামপুরহাট শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালে বিরুদ্ধে। আর সেই স্কুল শিক্ষক, একাধিক যৌন সম্পর্কে লিপ্ত ছিল বলে অভিযুক্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।
পুলিশি তল্লাশিতে তার বাড়িতে বিকৃত কামের একাধিক প্রামাণ মিলেছে। সেক্সটয়, যৌন ক্ষমতাবর্ধক ট্যাবলেট উদ্ধার হয়েছে। এছাড়া পেনড্রাইভ-সহ নানা সামগ্রীও পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, ধৃত ওই স্কুল শিক্ষক বিকৃতমনস্ক।
আরও পড়ুন: স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক কী এমন করেছেন! সপ্তম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার! আসল ঘটনা শুনে আঁতকে উঠল বীরভূম
নিহত আদিবাসী সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী গত ২৮ অগাস্ট থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, স্কুলেরই পদার্থবিদ্যার শিক্ষক ওই ছাত্রীকে অপহরণ করেছে। পরিবারের দাবি, এর আগে প্রায়ই বছর ৪৫-এর ওই শিক্ষক ছাত্রীর শরীরে হাত দিত। পেশায় প্রাথমিক স্কুলশিক্ষিকা স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ায় ওই শিক্ষক একাই থাকত। ওই ছাত্রীকে বিয়ে করারও প্রস্তাব দিয়েছিল একাধিকবার বলে অভিযোগ পরিবারের।
advertisement
advertisement
পরিবারের তরফ থেকে অভিযোগ জানানোর পর পুলিশ শিক্ষককে থানায় নিয়ে এলেও সে ছাত্রীর ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কিছুদিন আগে এলাকারই এক আদিবাসী গৃহবধূর সঙ্গে মেলামেশা শুরু করেছিল সে। বধূর পরিবার তা জানতে পেরে কয়েকজনকে নিয়ে এসে ওই শিক্ষককে মারধরও করে। পরে ওই বধূকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পরিবারের তরফ থেকে। ওই বধূকে থানায় নিয়ে এসে জেরা করা হয়।
advertisement
আরও পড়ুন: ‘কুমাতা কদাপি নয়…’ মিথ্যে হয়ে গেল প্রবাদ! প্রেমিকের জন্য নিজের একরত্তি মেয়ের সঙ্গে যা করলেন মা, শুনে সকলেই বলছে, ‘ছিঃ’!
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের বিকৃতকামের আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। উদ্ধার হওয়া পেনড্রাইভ ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকা অপহরণ ও খুনের ঘটনায় স্বামীর নাম জড়িয়ে যাবার খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষকদের ফোন করেছিলেন তাঁর স্ত্রী। স্কুলের এক শিক্ষক বলেন, ওর স্ত্রী বলেছে মনোজ খুব খারাপ মানুষ। ওর সঙ্গে থাকা অসম্ভব বলেই ডিভোর্স হয়েছে। অন্যদিকে, সকাল থেকেই উত্তপ্ত মৃত নাবালিকার বারোমেশিয়া গ্রাম। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Student Death Case: একাধিক ও বিকৃত শারীরিক সম্পর্ক পছন্দ! বীরভূমে ছাত্রীখুনে ধৃত শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিচ্ছিন্না স্ত্রীর
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement