Birbhum News: শান্তিনিকেতনের পৌষ মেলায় ঘুরতে আসবেন? গাড়ি নিয়ে এলে অবশ‍্যই জানুন এই নিয়ম

Last Updated:

২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন চলবে পৌষ মেলা। যানজট এড়াতে গাড়ি পার্কিং নিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশিত।

শান্তিনিকেতনের পৌষ মেলায় ঘুরতে আসবেন? গাড়ি নিয়ে এলে অবশ‍্যই জানুন এই নিয়ম
শান্তিনিকেতনের পৌষ মেলায় ঘুরতে আসবেন? গাড়ি নিয়ে এলে অবশ‍্যই জানুন এই নিয়ম
বীরভূম: তিন বছর পর এবার বিশ্বভারতীর পূর্ব পল্লীর মাঠে আয়োজিত হতে চলেছে বিকল্প পৌষ মেলা। রবিবার ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৫ দিন এই মেলা চলবে। তবে এবারের মেলার আয়োজন করছে না বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট।
পরিবর্তে মেলার আয়োজন করছে বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যেই মেলার সমস্ত রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে পার্কিং নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা মেনেই বিভিন্ন রুট থেকে আগত পর্যটকদের গাড়ি পার্কিং করতে হবে নির্দিষ্ট জায়গায়।
বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে, সকল পর্যটকরা কলকাতা থেকে বাস বা গাড়িতে ইলামবাজার হয়ে যারা আসবেন, তাদের সুরুল মোড় হয়ে কালিসায়র মোড় থেকে বাঁদিকে ঢুকে বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে গাড়ি পার্কিং করতে হবে। এরপর টোটো করে সাঁতার পুকুর পর্যন্ত আসতে হবে এবং তারপর পায়ে হেঁটে মেলার মাঠের দিকে এগিয়ে যেতে হবে।
advertisement
advertisement
যারা বর্ধমান থেকে ছোট গাড়িতে আসবেন তাদের ভেদিয়া হয়ে বোলপুর শিবতলা দিয়ে কাশিপুর বাইপাসে উঠে বাঁদিকে ঘুরে রবীন্দ্রবীথি বাইপাসে এসে আমবুনী তিনমাথার মোড় থেকে ডানদিকে ঘুরে জেলা পরিষদের সার্কাস ময়দানে পার্কিং করতে হবে। সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে টুরিষ্ট লজ মোড় হয়ে মেলার মাঠে যেতে হবে।
advertisement
যারা বোলপুর স্টেশন থেকে টোটোতে মেলার দিকে আসবেন তাদের জনতা ফার্মেসি পর্যন্ত এসে ডান দিকে মোড় নিয়ে মিশন কম্পাউন্ডের ভিতর দিয়ে লালপুলে এসে উঠতে হবে। এরপর রাস্তা অতিক্রম করে লাহা মোটর ট্রেনিং স্কুলের পাশের রাস্তা দিয়ে সুরশ্রী পল্লীর দিকে এগিয়ে যাবেন। টোটোর যাত্রীদের সুরশ্রী পল্লীর বাঁ দিকের মাঠে ড্রপ করে খালি টোটো এগিয়ে যাবে রনি লেদার পর্যন্ত এবং সেখান থেকে ডানদিকে টার্ন নিয়ে চিত্রা মোড়ের দিকে যাবে।
advertisement
সেখান থেকে পুনরায় স্টেশনে চলে যাবে। যারা নানুর ও লাভপুর থেকে চারচাকা গাড়ি নিয়ে আসবেন তারা বোলপুরের লালপুল ব্রীজ অতিক্রম করে ডানদিকে ঘুরে সুরশ্রীপল্লীর ভিতর হয়ে দুরদর্শন পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে। সেখান থেকে আপনি পায়ে হেঁটে মেলার মাঠে যেতে হবে।সুরশ্রী পল্লীর দূরদর্শন মাঠে যারা গাড়ি পার্ক করবেন তারা মেলা দেখার পর গাড়ি নিয়ে পুনরায় ফায়ার ব্রিগেড মোড় অতিক্রম করে বকুলতলা হয়ে বাড়ি ফেরার রাস্তা দেখতে হবে।
advertisement
স্টেশনের দিক থেকে যে সমস্ত বাইক বা গাড়িতে করে মেলা আসবেন, তাদের চিত্রা মোড়ে এসে বাঁদিকে স্টেট ব্যাঙ্কের পাশের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে এবং ডাকবাংলোর মাঠে গিয়ে পার্কিং করতে হবে। এরপর পায়ে হেঁটে ডাক বাংলোর প্রধান ফটক পেরিয়ে মেলার দিকে এগিয়ে যেতে হবে।এছাড়াও অন্যান্য রুট গুলি জানতে আপনাদের পুরো বিজ্ঞপ্তি পড়তে হবে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শান্তিনিকেতনের পৌষ মেলায় ঘুরতে আসবেন? গাড়ি নিয়ে এলে অবশ‍্যই জানুন এই নিয়ম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement