শহিদদের নামে গাছ লাগিয়ে অভিনব স্বাধীনতা দিবস পালন বীরভূমের স্কুলে

Last Updated:

স্কুলের পাশের মাঠে প্রতিবারের মতই তোলা হল জাতীয় পতাকা৷ তারপর স্কুল চত্বরে পোঁচা হল ১১টি গাছের চারা৷ একেকটি গাছ, একেকটি শহীদের নামে নাম৷

#বীরভূম:  স্বাধীন দেশের বাতাসে আজ বিষ। নগর বাড়াতে একের পর এক কাটা পড়ছে গাছ। দুষণে আক্রান্ত জীবন। শহীদদের স্মরণে গাছের চারা পুঁতে এক অন্য স্বাধীনতা উদযাপন হল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াফুলির ভগবতী বিদ্যালয়ে। মহম্মদবাজারের শেওড়াফুলির প্রত্যন্ত গ্রামে ভগবতী বিদ্যালয় দেখল এক অন্য স্বাধীনতা৷ সবুজের উচ্ছ্বাসে মিশে গেল শহীদ-স্মরণ৷
স্কুলের পাশের মাঠে প্রতিবারের মতই তোলা হল জাতীয় পতাকা৷ তারপর স্কুল চত্বরে পোঁচা হল ১১টি গাছের চারা৷ একেকটি গাছ, একেকটি শহীদের নামে নাম৷ একজন শিক্ষক বা শিক্ষিকার তত্বাবধানে ৫ জন করে পড়ুয়ার দায়িত্বে একেকটা গাছ। গাছের সম্পূর্ণ পরিচর্চার দায়িত্ব টিমের। একদিকে সবুজের প্রতি যত্ন৷ অন্যদিকে শহীদের স্মৃতি মনে রাখার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত স্কুলের।
advertisement
পড়ুয়ারাই দেশের ভবিষ্যত। তাদের হাতেই সুরক্ষিত থাক সবুজ। স্বাধীনতার মানে বুঝুক আজকের প্রজন্ম। বাহাত্তুরে স্বাধীনতায় আজ সবুজের তারুণ্য।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শহিদদের নামে গাছ লাগিয়ে অভিনব স্বাধীনতা দিবস পালন বীরভূমের স্কুলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement