Birbhum News: আধুনিকীকরণের নামে হচ্ছেটা কী! ৮ বছর বন্ধ 'রক্তকরবী'! এবার জানা গেল খুলবে কবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: আধুনিকীকরণ করা হবে বলে দীর্ঘ প্রায় আট বছর ধরে বন্ধ রয়েছে রামপুরহাটের একমাত্র সাংস্কৃতিক মঞ্চ ‘রক্তকরবী’।
বীরভূম: আধুনিকীকরণ করা হবে বলে দীর্ঘ প্রায় আট বছর ধরে বন্ধ রয়েছে রামপুরহাটের একমাত্র সাংস্কৃতিক মঞ্চ ‘রক্তকরবী’। সেই মঞ্চ সংস্কারের জন্য অবশেষে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর অর্থ বরাদ্দ করে। প্রথম দফায় প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গত বছর। তবে তারপরেও বন্ধ রয়েছে রক্তকরবী। সামনে আবার একটা নির্বাচন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এর আগে ২০১৬ এবং ২০২১ দুটো বিধানসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে। তারই মাঝে ২০১৯ এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচন এবং দু’বার পৌরসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে। তবুও রক্তকরবী মঞ্চ যে দশায় পড়েছিল এখনও সেই দশাতেই রয়েছে।
প্রসঙ্গত, গতবছর ৩১ জানুয়ারি বীরভূমের রামপুরহাট পৌরসভার পৌরপ্রধান সৌমেন ভকত জানিয়েছিলেন রক্তকরবী মঞ্চের জন্য প্রথম পর্যায়ে এক কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে। সেই টাকা বরাদ্দ হওয়ার পর গতবছরই আগস্ট মাসে নতুন রূপে রক্তকরবী সকলের কাছে খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বছর পেরলেও এখনও রক্তকরবীর দরজায় তালা বন্ধ।
advertisement
আরও পড়ুন: রথযাত্রায় সহজেই যাওয়া যাবে তারাপীঠ! চলতে পারে স্পেশ্যাল ট্রেন! যা যা পদক্ষেপ নিল মন্দির কমিটি
advertisement
যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, “ফিরহাদ হাকিম ইতিমধ্যেই এক কোটি টাকা দিয়ে দিয়েছেন, সেই এক কোটি টাকাতেই কাজ চলছে। আরও এক কোটি টাকার জন্য অনুরোধ জানান হয়েছে। এর পাশাপাশি অন্য একটি সংস্থা থেকেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় রক্তকরবীর জন্য টাকার আবেদন করেছেন। খুব শীঘ্রই আবারও সংস্কৃতি প্রেমী মানুষের জন্য রক্তকরবীর দরজা খুলে দেওয়া হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পৌরসভার সূত্রে খবর রক্তকরবী মঞ্চের সংস্কারের কাজ চলছে। রক্তকরবী পুরমঞ্চে আগে ৫০০টি আসন সংখ্যা ছিল সেটি বাড়িয়ে ৯০০টি আসন করা হবে। ব্যালকনি করা হবে, এরই পাশাপাশি সিটগুলিকে উন্নতমানের করা হবে। এছাড়াও রক্তকরবীর মধ্যে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা, স্মোক ডিটেক্টর বসান হবে। রক্তকরবীতে উন্নতমানের মঞ্চের পাশাপাশি সাজসজ্জা জন্য ঘর লাইট এবং আরও বিভিন্ন জিনিসের ব্যবস্থা করা হবে। জানা যায় চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই আবার খুলে যাবে মঞ্চ।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আধুনিকীকরণের নামে হচ্ছেটা কী! ৮ বছর বন্ধ 'রক্তকরবী'! এবার জানা গেল খুলবে কবে