কোনওভাবেই ঘটতে দেওয়া যাবে না দুর্ঘটনা, পরিযায়ী শ্রমিকদের রেললাইন ধরে হাঁটা বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ

Last Updated:

সদা সতর্ক পুলিশ ,নজরদারি জারি চলছে চরম ক্ষিপ্রতায়

#বীরভূম: পরিযায়ী শ্রমিকদের সড়ক পথে হেঁটে বা রেললাইনে হেঁটে যাওয়ার প্রবনতা বন্ধ করতে উদ্যোগী হল বীরভূম জেলা পুলিশ প্রশাসন। গত কয়েকদিন ধরেই দেখা গিয়েছে বর্ধমান,   হাওড়া সহ পশ্চিমবংগ বা অন্যরাজ্যের বিভিন্ন জায়গায় থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গার শ্রমিকরা সড়কপথে বা রেলপথে হেটে বাড়ি ফিরছিলেন বীরভূমের ভেতর দিয়ে ঝাড়খন্ডে যাচ্ছেন।
যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে দীর্ঘ সময় ধরে হাঁটার জন্য শ্রমিকরা যাতে অসুস্থ না হয় পরে তার জন্য রেলপথে ও সড়ক পথে বিভিন্ন সেক্টর তৈরি করে নজরদারি বাড়ানো বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। ওই ধরনের হেটে আসা শ্রমিককে দেখলেই তাদেরকে রাখা হচ্ছে বীরভূম জেলা প্রশাসনের আশ্রয়স্থলে সেখান থেকেই সরাসরি বাসে করে তাদেরকে পৌছানো হচ্ছে তাদের নিজেদের গন্তব্যে সেইরকমই আজকে বীরভূমের খয়রাশোল সহ বিভিন্ন জায়গা  থেকে পাঁচটি বাস ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় রওনা দিল।* নলহাটির রেলপথ থেকে উদ্ধার করা শ্রমিকদেরও পাঠালো হলো ঝাড়খন্ডে। সব মিলিয়ে পরিযায়ী শমিক দের হেঁটে যাওয়া আটকাতেই এই নজরদারী,  কারন এত লম্বা পথ হেঁটে যাওয়ায় তাদের কোনো শারীরিক সমস্যা যাতে তৈরি না হয় সেটাই লক্ষ্য বীরভূম জেলা
advertisement
Supratim Das
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোনওভাবেই ঘটতে দেওয়া যাবে না দুর্ঘটনা, পরিযায়ী শ্রমিকদের রেললাইন ধরে হাঁটা বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement