বীরভূমে 'কন্যাশ্রী কাপ', পুজোর আগে সাজগোজ ছেড়ে ফুটবল মাঠে ভিড় মহিলাদের

Last Updated:

'কন্যাশ্রী কাপ'-এ অংশগ্রহণ করবে বোলপুর সাব ডিভিশনের ৪টি, সিউড়ি সাব ডিভিশনের ৪টি এবং রামপুরহাট সাব ডিভিশনের ৪টি, মোট ১২টি বিশেষ মহিলা ফুটবল দল।

#সিউড়ি: বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বীরভূমে প্রথম মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 'কন্যাশ্রী কাপ'-এর উদ্বোধন হল সিউড়িতে। বীরভূমে প্রথম এই ধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। পুজোর আগে সাজগোজ ছেড়ে মাঠে ভিড় জমিয়েছেন কন্যাশ্রীরা। তাতে যথেষ্ট আশাবাদী বীরভূম জেলা ক্রীড়া সংস্থা।
ইতিমধ্যই আমেরিকার মিশিগান শহরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করেছেন বীরভূমের সিউড়ির নগরী এলাকার কাঁটাবুনির গ্রামের পাপিয়া মুর্মু। সেই থেকেই ফুটবলের প্রতি বিশেষ উৎসাহ মহিলাদের। আর এই মহিলারা যাতে এগিয়ে যেতে পারেন, তার জন্যই তৈরি হয় মহিলা ফুটবল দল। শুরু হয় জোরকদমে মহিলাদের ফুটবল প্র্যাকটিস, বেছে নেওয়া হয় জেলার সেরা ১২টি মহিলা ফুটবল টিম।
advertisement
advertisement
সোমবার বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বীরভূমে সিউড়ির ডিএসএ মাঠে উদ্বোধন হয় প্রথম মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের। এই ফুটবল চ্যাম্পিয়নশিপের নাম দেওয়া হয় 'কন্যাশ্রী কাপ'। যেখানে অংশগ্রহণ করবে বোলপুর সাব ডিভিশনের ৪টি, সিউড়ি সাব ডিভিশনের ৪টি এবং রামপুরহাট সাব ডিভিশনের ৪টি, মোট ১২টি বিশেষ মহিলা ফুটবল দল।
advertisement
এই কন্যাশ্রীরা আগামী দিনে দেশের নাম উজ্জ্বল করবে, এমনটাই আশা সকলের। এই চ্যাম্পিয়নশিপের ফলে আরও উৎসাহ বাড়বে খেলায়।
বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদ্যাসাগর সাউ বলেন , "আজ বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এখানে প্রথম মহিলা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল বীরভূমের সিউড়ির ডিএসএ মাঠে। কয়েক দিন আগে যেমন বীরভূমের পাপিয়া মুর্মু স্পেশ্যাল অলিম্পিকে গোটা দেশের নাম উজ্জ্বল করল, ঠিক তেমনই আগামী দিনে বাকিরাও অনেক দূর এগিয়ে যাবে এমনটাই আশা রাখি। তবে আজ এই চ্যাম্পিয়নশিপের চলবে পুজোর পরেও।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমে 'কন্যাশ্রী কাপ', পুজোর আগে সাজগোজ ছেড়ে ফুটবল মাঠে ভিড় মহিলাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement