Birbhum News: অভিনব শিক্ষাপদ্ধতি, ইউটিউবের কামাল, সেখান থেকে শিক্ষা নিয়ে একেবারে রাজ্যস্তরে পদক

Last Updated:
Two wrestlers learnt wrestling from youtube has won medal in state level tournament
Two wrestlers learnt wrestling from youtube has won medal in state level tournament
#বীরভূম: বর্তমান সময়ে বিপুল পরিমাণে বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এর ব্যবহার অনেকেই খারাপ চোখে দেখে থাকেন। তবে এই সোশ্যাল মিডিয়া থেকেই প্রস্তুতি নিয়ে বীরভূমের দুই কুস্তিগীর পদক জয় করলেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়। ইউটিউব দেখে কুস্তির প্রস্তুতি নিয়ে এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতে দীঘল গ্রামের দুই যুবক হাসিরুল শেখ এবং মুস্তাকিম শেখ। তাদের এইভাবে রাজ্য স্তরের প্রতিযোগিতায় জয় ছিনিয়ে আনা পরিবারের সদস্যদের গর্বিত করার পাশাপাশি গর্বিত হয়েছেন এলাকার বাসিন্দারাও।
সম্প্রতি বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে  অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমস ২০২২ আয়োজিত হয়। সেখানেই তারা দুজন কুস্তির ৬০ কেজি এবং ৬৭ কেজির বিভাগে অংশগ্রহণ করেছিলেন। সেই প্রতিযোগিতায় ৬৭ কেজির বিভাগে অংশগ্রহণ করে মুস্তাকিম শেখ তৃতীয় স্থান অধিকার করেন এবং ৬০ কেজির বিভাগে অংশগ্রহণ করে হাসিরুল শেখ প্রথম স্থান অধিকার করেন। এই দুই জয়ের পরিপ্রেক্ষিতে তাঁদের মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়।
advertisement
advertisement
কুস্তিতে সাধারণত বীরভূমের মত জেলায় সেইরকম প্রতিযোগী লক্ষ্য করা যায় না বললেই চলে। কিন্তু মহম্মদ বাজার ব্লকের এই দুজন কুস্তিগীর মাঠে-ঘাটে প্র্যাকটিস করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় পদক ছিনিয়ে আনেন। যা জেলার জন্য গর্বের। নিম্নবিত্ত পরিবারের এই দুই যুবক কিভাবে কুস্তির প্রতি আকৃষ্ট হলেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তা বেশ চমকপ্রদ।
advertisement
এই বিষয়ে তাদের থেকে জানা গিয়েছে, তারা প্রথম ইউটিউবে কুস্তি প্রতিযোগিতা দেখতেন। তারপর তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়, ভাবতে শুরু করেন যদি এমন কুস্তিগীর হতে পারতাম। এরপর তারা কোনও রকম ইনস্টিটিউটে প্রশিক্ষণ না নিয়েই গ্রামের মাঠে প্রস্তুতি শুরু করেন। প্রস্তুতি চালানোর জন্য মাটি কেটে মাটি নরম করা হয়।
তাদের এই উৎসাহ দেখে স্থানীয় এক শিক্ষক মুর্শিদাবাদের একটি ইনস্টিটিউটের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেন। সেখানে তারা দুজন কিছুদিন অনুশীলন নেন। তবে সেই অনুশীলন বেশিদিন নেওয়া সম্ভব হয়নি আর্থিক অনটনের কারণে। এরপর ফের তারা গ্রামের মাঠে আগের মত প্রস্তুতি শুরু করেন। এরপর তারা এমন প্রতিযোগিতার কথা জানতে পারেন এবং সেখানে নিজেদের নাম নথিভুক্ত করেন। কলকাতার জোড়াবাগানে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: অভিনব শিক্ষাপদ্ধতি, ইউটিউবের কামাল, সেখান থেকে শিক্ষা নিয়ে একেবারে রাজ্যস্তরে পদক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement