Toto News: টোটোর ভাড়ায় এবার লাগাম! নতুন নিয়ম জারি, পৌরসভার বড়সড় পদক্ষেপ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Toto Rules in Birbhum- সিউড়ি শহরে টোটো ভাড়া নিয়ে নিত্যদিনের অভিযোগের অবসান ঘটাতে কড়া পদক্ষেপ নিল সিউড়ি পৌরসভা। এবার থেকে নির্দিষ্ট ভাড়ার তালিকা ছাড়া চলতে পারবে না কোনো টোটো।
বীরভূম: জেলা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, সব জায়গাতেই টোটোর দাপাদাপিতে নাজেহাল সাধারণ মানুষ। আর সেই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল সিউড়ি পৌরসভা।
এবার বীরভূম জেলার সদর শহরে টোটো চলাচলে নিয়ম বদল! সিউড়ি শহরে টোটো ভাড়া নিয়ে নিত্যদিনের অভিযোগের অবসান ঘটাতে কড়া পদক্ষেপ নিল সিউড়ি পৌরসভা। এবার থেকে নির্দিষ্ট ভাড়ার তালিকা ছাড়া চলতে পারবে না কোনও টোটো।
টোটো ভাড়ায় লাগাম টানতে পৌরসভার তরফে প্রতিটি টোটো স্ট্যান্ডে টাঙানো হবে নির্ধারিত ভাড়ার চার্ট। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কত ভাড়া, তা নির্ধারিত হবে দূরত্ব অনুযায়ী। এছাড়াও যানজট কমাতে শহরে চালু করা হচ্ছে জোড়-বিজোড় নিয়ম। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে জোড় সংখ্যার টোটো। দুপুর ২টার পর রাত ১১টা পর্যন্ত চলবে বিজোড় সংখ্যার টোটো।
advertisement
advertisement
যেসব টোটো এখনও কিউআর কোড নেয়নি, তাদের বাধ্যতামূলকভাবে তা নিতে হবে। পৌরসভার নির্দেশ অমান্য করলে সেই টোটো ১৫ দিন আটক রাখা হবে এবং ১০০ টাকা জরিমানা গুনতে হবে চালকদের।
আরও পড়ুন- প্রয়াত আজিজুল হক! জটিল জীবনে ‘কারাগারে ১৮ বছর’ কেটেছিল নকশাল আন্দোলনের পুরোধার!
পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, “নিয়ম না মানলে টোটো আটক হবে, ফাইন করা হবে। তখন তারা বুঝবে এটা আইন।” তিনি আরও বলেন, ভাড়া নির্ধারণ করা হচ্ছে দূরত্ব অনুযায়ী। স্টেশন থেকে হাসপাতাল, বাজার থেকে স্কুল—সব জায়গার জন্য নির্দিষ্ট ভাড়া নির্ধারণ হবে।
advertisement
নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যাত্রী সঞ্জয় ধর জানান, রেট লিস্ট থাকলে আমরা জানব কত ভাড়া। অতিরিক্ত ভাড়া চাওয়ার ঝামেলা থাকবে না। অন্যদিকে তরুণী দাস বলেন, টোটো চালকরা আগে ইচ্ছে মতো ভাড়া নিত। এখন ভাড়া নির্দিষ্ট হওয়ায় আমরা খুব খুশি। সবমিলিয়ে, সিউড়ি শহরে টোটো ভাড়ায় লাগাম টেনে স্বস্তির বাতাস শহরবাসীর মধ্যে।
advertisement
সুদীপ্ত গড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto News: টোটোর ভাড়ায় এবার লাগাম! নতুন নিয়ম জারি, পৌরসভার বড়সড় পদক্ষেপ