Azizul Haque: প্রয়াত আজিজুল হক! জটিল জীবনে 'কারাগারে ১৮ বছর' কেটেছিল নকশাল আন্দোলনের পুরোধার!
- Published by:Tias Banerjee
Last Updated:
Azizul Haque-communist প্রয়াত হলেন বিশিষ্ট বামপন্থী চিন্তক ও লেখক আজিজুল হক। নকশাল আন্দোলনের অন্যতম পুরোধা, ‘কারাগারে ১৮ বছর’-এর লেখক হক দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সল্টলেকের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জেলজীবন, লেখালিখি ও আদর্শ নিয়ে যাঁর জীবন ছিল এক দীর্ঘ প্রতিবাদের দলিল, তাঁর প্রস্থান যেন একটি রাজনৈতিক সময়ের অবসান।
স্তব্ধ হল এক প্রতিবাদী কণ্ঠস্বর। প্রয়াত হলেন বিশিষ্ট বামপন্থী চিন্তক, লেখক ও নকশাল আন্দোলনের অন্যতম পুরোধা আজিজুল হক (Azizul Haque) । বয়সজনিত অসুস্থতা এবং একাধিক শারীরিক জটিলতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের শেষে, সোমবার দুপুর ২ টো ২৮ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। ধীরে ধীরে তা জটিল রূপ নেয়—রক্তে সংক্রমণ, বার্ধক্যজনিত দুর্বলতা এবং একাধিক অঙ্গের সমস্যা। ভেন্টিলেশনে কাটছিল দিন। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালালেও তাঁকে আর ফিরিয়ে আনা গেল না।
advertisement
advertisement
নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজিজুল হক। ১৯৭২ সালে চারু মজুমদারের মৃত্যুর পর তিনি সিপিআই (এম-এল)-এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্ব নেন। তাঁর লেখা “কারাগারে ১৮ বছর” বইটি শুধু তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং রাজনৈতিক বন্দিত্বের নির্মম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল।
advertisement
প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি।
আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি।
তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2025
advertisement
কারাগার ছিল তাঁর জীবনের দীর্ঘতম অধ্যায়। বিভিন্ন অভিযোগে তাঁকে একাধিকবার গ্রেফতার করা হয়। ১৯৭৭ সালে ছাড়া পেলেও ১৯৮২ সালে ফের গ্রেফতার হন। ১৯৮৬ সালে জেলের মধ্যে তাঁর উপর হওয়া শারীরিক নির্যাতনের খবর প্রকাশ্যে আসে। তৎকালীন বাম সরকারের দুই মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও যতীন চক্রবর্তী জেলে গিয়ে দেখা করে বলেন, তাঁর শারীরিক অবস্থার জন্য প্যারোলে মুক্তি দেওয়া উচিত। এমনকি কংগ্রেস নেতা সুব্রত মুখার্জিও স্বচক্ষে তাঁর শরীরে অত্যাচারের চিহ্ন দেখেছিলেন বলে জানা যায়।
advertisement
রাজনীতি থেকে অনেক আগেই সরে এলেও সমাজচিন্তা ও লেখালিখি ছাড়েননি। প্রতিষ্ঠা করেন ‘ভাষা শহীদ স্মারক সমিতি’, লিখতেন ‘সংবাদ প্রতিদিন’ এবং ‘আজকাল’-এ। জেলে বসেই রচনা করেন “কারাগারে ১৮ বছর”। সেই পাণ্ডুলিপি পুলিশের হাতে যাওয়ার আগেই সাংবাদিক অশোক দাশগুপ্ত এবং ‘আজকাল’-এর এক প্রতিবেদকের তৎপরতায় প্রকাশ পায়।
সেই বইয়ে উঠে আসে জেলের নির্মম বাস্তবতা—সকালে লাঠির আঘাতে ঘুম ভাঙানো, পচা খাবার, নিরন্তর মানসিক নির্যাতন, সহবন্দীদের ওপর হওয়া হত্যাকাণ্ড—সবই তাঁর কলমে উঠে এসেছে নিঃশব্দ অথচ গর্জনময় প্রতিবাদ হয়ে।
advertisement
আজিজুল হকের মৃত্যু শুধুমাত্র একজন প্রাবন্ধিকের অন্তর্ধান নয়, এটি একটি রাজনৈতিক সময়ের, একটি প্রতিবাদী ইতিহাসের অন্তিম পংক্তি। তাঁর লড়াই, আদর্শ আর লেখনী আগামী প্রজন্মের সামনে রয়ে যাবে সাক্ষী হিসেবে—এক অসমাপ্ত প্রশ্নচিহ্ন হয়ে। তাঁর প্রস্থান এক অধ্যায়ের অবসান—কিন্তু তাঁর স্মৃতি হয়ে রইল ইতিহাসে, চেতনায়, এবং সংগ্রামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 3:52 PM IST