Birbhum News:বেলা আড়াইটে গড়িয়েছে, একপেট খিদে, খালি থালা হতে বসে রোগীরা...সিউড়ি হাসপাতালে করুণ দৃশ্য

Last Updated:

সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সঠিক সময়ে খাবার না দেওয়ার অভিযোগ তুললেন রোগীরা

#বীরভূম: সরকারি হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে নানান অভিযোগ উঠে থাকে। এবার সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সঠিক সময়ে খাবার না দেওয়ার অভিযোগ তুললেন রোগীরা। জানা গিয়েছে, সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীদের দুপুরের খাবার দেওয়া শুরু হয় দুপুর ১২ টার পর থেকে। কিন্তু নির্দিষ্ট কয়েকটি ফ্লোরে রোগীদের কাছে সেই খাবার পৌঁছতে দুপুর ২:৩০ টে- ৩ টে পর্যন্ত সময় লেগে যাচ্ছে। রোগীদের অভিযোগের পাশাপাশি হাসপাতালে গেলে, সেই ছবি ধরা পড়ে খোদ ক্যামেরায়-ও।
রোগীদের কাছে সঠিক সময়ে খাবার না পৌঁছনোর এমন ঘটনা ঘটছে বিশেষ করে চতুর্থ তলার বিভিন্ন ওয়ার্ডে। রোগীরা জানাচ্ছেন, প্রথম, দ্বিতীয় তলার রোগীরা নির্দিষ্ট সময়ে খাবার পেয়ে যাচ্ছেন। প্রশ্ন হল, যেখানে প্রথম এবং দ্বিতীয় তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন, সেই জায়গায় কেন চতুর্থ তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন না?
advertisement
এই বিষয়ে হাসপাতাল সুপার ডঃ নীলাঞ্জন মণ্ডল থেকে শুরু করে রান্না করা ও খাবার বণ্টনের দায়িত্বে থাকা কর্মীরা ক্যামেরার সামনে কেউ-ই মুখ খুলতে চাননি। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, খাবার বণ্টনের ক্ষেত্রে নাকি কর্মীদের অভাব! প্রশ্ন হল, এত বড় হাসপাতাল, যেখানে জেলার বিভিন্ন জায়গায় এমনকী ভিন রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানে সঠিক সময়ে খাবার বণ্টনের ক্ষেত্রে কেন কর্মীদের অভাব হবে?
advertisement
advertisement
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ হলেও, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিষয়টিকে গুরুতর বলেই জানিয়েছেন। তাঁর আশ্বাস, তিনি নিজে হাসপাতালে গিয়ে বিষয়টি দেখবেন এবং খাবার বণ্টন অথবা খাবারের গুণগত মানের ক্ষেত্রে কোনওরকম অভিযোগ থাকলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। এর পাশাপাশি তিনি এও আশ্বাস দেন, যাঁরা এই খাবার বণ্টনের দায়িত্বে রয়েছেন, তাঁদের গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News:বেলা আড়াইটে গড়িয়েছে, একপেট খিদে, খালি থালা হতে বসে রোগীরা...সিউড়ি হাসপাতালে করুণ দৃশ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement