Birbhum News : সিবিআই হানা দিতেই 'সাহসী'? রাইস মিলের 'নোংরামি' নিয়ে আচমকা সরব 'শিব শম্ভু' গাড়িচালক!

Last Updated:

ওই রাইস মিলের চালক নিজের পরিচয় না জানালেও দাবি করেছেন, দিনের পর দিন দুর্নীতি হয়েছে এই রাইস মিলে। শুধু এই রাইস মিলে নয়, প্রতিটি রাইস মিলেই দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

+
দুর্নীতির

দুর্নীতির নাগপাশে শিব শম্ভু রাইস মিল

#বীরভূম : দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বোলপুরের একাধিক জায়গায় চলছে সিবিআই হানা। সিবিআইয়ের নজর এখন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের রাইস মিল এবং তার ঘনিষ্ঠদের বাড়ি, ফ্ল্যাট, অফিস ইত্যাদিতে। এসবের মধ্যেই সোমবার সকাল ১০ টা নাগাদ সিবিআই আধিকারিকরা হানা দেন শিব শম্ভু রাইস মিলে। জানা যাচ্ছে, এই রাইস মিলের অংশীদার অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষ। এই রাইস মিলে হানা দেওয়ার পরই সেখানকার এক গাড়িচালক দুর্নীতি নিয়ে সরব হলেন।
ওই রাইস মিলের এক গাড়িচালক নিজের পরিচয় না জানালেও দাবি করেছেন, দিনের পর দিন দুর্নীতি হয়েছে এই রাইস মিলে। শুধু এই রাইস মিলে নয়, প্রতিটি রাইস মিলেই দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানান, "যে নোংরামিটা হয়েছে তার জন্য যেন চরমতম সাজা হয়। এই যে দুর্নীতি হয়েছে, এক ব্যক্তির নামে এত সম্পত্তি। প্রত্যেক রাইস মিলে দুর্নীতি হয়েছে। ভাঙা চাল দিয়েছে এফসিআইকে। এফসিআই-এর অফিসাররা গুরুত্ব দেননি। অফিসাররা মেনে নিতেন তাদেরও কামাই আছে বলে।"
advertisement
advertisement
অন্যদিকে আরও এক ব্যক্তি জানিয়েছেন, 'এত এত সম্পত্তির কথা জানতে পারছি, তা ভাল কথা। এই রাইস মিলে অনেক বস্তা বস্তা চাল রয়েছে সেগুলো বের করে আমাদের দিয়ে দিক তাহলে আমরা খেয়ে বাঁচি। আমরাও এখানকার বাসিন্দা।'
advertisement
সিবিআই আধিকারিকরা এদিন শিবশম্ভু রাইস মিলে হানা দেওয়ার পর দুপুর ২:১৫ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান এবং তারপর খাওয়া দাওয়া করে চারটে নাগাদ পৌঁছে যান সায়গল হোসেনের ফ্ল্যাটে। সেখানেও প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা বেরিয়ে আসেন এবং একটি বেসরকারি ব্যাঙ্কে পৌঁছন অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি অথবা তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য।
advertisement
মাধব দাস
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News : সিবিআই হানা দিতেই 'সাহসী'? রাইস মিলের 'নোংরামি' নিয়ে আচমকা সরব 'শিব শম্ভু' গাড়িচালক!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement