Birbhum News: চায়ের দোকানে জড়ো হয়েছিল ওরা! দেখে সন্দেহ হতেই পুলিশকে খবর, চাঞ্চল্যকর পর্দাফাঁস

Last Updated:

Birbhum News: বীরভূমের পাঁড়ুই থানার পুলিস বানচাল করল খুনের ছক৷

Police take action and murder plans do not worked out -Photo - Representative
Police take action and murder plans do not worked out -Photo - Representative
#বীরভূম: অঞ্চলের স্থানীয় বড় মাপের তৃণমূল নেতাকে খুনের ছক বানচাল করলো পুলিশ । আগ্নেয়াস্ত্র , গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করলো বীরভূমের পাড়ুই থানার পুলিশ । গ্রেফতার দুই , ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ।
বীরভূমের পাড়ুই থানার  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত বল্লভপুর ব্রিজের পাশেই একটি চায়ের দোকানে সন্দেহজনকভাবে দুজন ব্যক্তি অপেক্ষা করছিল বেশ কিছুক্ষণ ধরে । তারপরই তাদের লক্ষ্য করতেই বোঝা যায় কোনো এক বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে তাদের এই অপেক্ষা । এরপরই পাড়ুই থানার পুলিশ খবর পায় গোপনসূত্রে৷ সেই খবর পেয়ে ওই এলাকার পুলিশের টহলদারি ভ্যানকে বিষয়টি দেখার জন্য জানায় ।
advertisement
murder plan murder plan
advertisement
টহলদারি চালানোর পরই বোঝা যায় চা খেতে চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল দুই ব্যক্তি এমনটা নয় , তারা অপেক্ষা করছিলো খুনের উদ্দেশ্যে । তারপরই পুলিশের সন্দেহ সঠিক হতেই ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয় দু-জন দুষ্কৃতীকে । ওই দুষ্কৃতীদের কাছ থেকেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র , ছয় রাউন্ড গুলি সহ একটি ধারালো অস্ত্র ।
advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দুই দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম নাম মিঠুন মেহেনা , তার বয়স ৩৪ বছর ও ওপর ব্যক্তির নাম  রাজিবর সেখ , তার বয়স ৩০ বছর , বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়াতে।
advertisement
এমনকি এটাও জানা যায় ওই এলাকার তৃণমূল নেতাকে খুনের ছক করেছিলো ওই দুই দুস্কৃতি । তবে তাদের সাজানো পরিকল্পনা  সফল হওয়ার আগেই চায়ের দোকান থেকে ধরে ফেলে পাড়ুই থানার পুলিশ । এই ঘটনার পর স্বাভাবিকভাবেই দারুন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে কারা করেছিলো এই ছক , কেনোই বা করা হয়েছিলো এই খুনের পরিকল্পনা , এই পরিকল্পনায় যুক্ত রয়েছে কতজন সবটাই খতিয়ে দেখছে পাড়ুই থানার পুলিশ । গ্রেপ্তার দুষ্কৃতীদের সিউড়ি আদালতে তোলা হবে আজ ।
advertisement
Supratim Das
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: চায়ের দোকানে জড়ো হয়েছিল ওরা! দেখে সন্দেহ হতেই পুলিশকে খবর, চাঞ্চল্যকর পর্দাফাঁস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement