Birbhum News: তারাপীঠে মোবাইলের নেটওয়ার্ক মিলছে না, অভিযোগ পর্যটকদের, বাড়ছে ভোগান্তি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
স্মার্টফোনে ইন্টারনেটের প্রয়োজন সবচেয়ে বেশি। ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে কারওর সঙ্গে যোগাযোগ করা যায় না। মোবাইল পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তারাপীঠের ব্যবসায়ীরাও। তাঁদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে
বীরভূম,সৌভিক রায়: সারাদিনের ব্যস্ত জীবনের অপরিহার্য অঙ্গ হল মোবাইল ফোন। মোবাইল ছাড়া সব কাজই অসম্পূর্ণ। অফিসের অনলাইন কাজ থেকে পেমেন্টবিল মেটানো, সবের জন্যই ভরসা মোবাইল। কিন্তু বীরভূমের তারাপীঠ এসে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো না পাওয়ার অভিযোগ তুলছেন পর্যটকেরা। শনি, রবিবার পর্যটকদের সমাগম বেশি হওয়ায় মোবাইল পরিষেবা ঠিক মতো মেলে না বলে অভিযোগ ছিলই। কিন্তু এবার সপ্তাহের বাকি পাঁচ দিনও তারাপীঠে বাড়ছে কল ড্রপের সমস্যা।
সামনে নতুন বছর এবং বড়দিন। প্রত্যেক বছরের মতন এবারও হাজার হাজার ভক্তের সমাগম হবে তারাপীঠে। সেই সময় মোবাইল পরিষেবা চূড়ান্তভাবে ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন তারাপীঠের বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। বর্তমানে মোবাইল শুধুমাত্র যোগাযোগ নয়, যে কোনও কাজই খুব সহজে করে তোলে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সিগন্যাল পাওয়া না গেলে বা কল ড্রপ হলে সেই ফোনই হয়ে দাঁড়ায় ভোগান্তি কারণ। তারাপীঠে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। কিন্তু এখানে মোবাইল পরিষেবা ঠিক ভাবে মেলে না বলে অভিযোগ তাঁদের। যেখানে বহু জায়গায় 5G পরিষেবা শুরু হয়েছে, সেখানে তারাপীঠে ইন্টারনেট সমস্যায় ভুগতে হয় মানুষকে। সারাদিন সেই ভাবে ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যায় না বললেই চলে। ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়ার জন্য পর্যটকদের ও স্থানীয় বাসিন্দাদের রাত একটা থেকে দুটো পর্যন্ত জেগে থাকতে হয়।
advertisement
তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসা এক দর্শনার্থী রাজর্ষি বিশ্বাস জানান “বাড়ির বয়স্কদের যে ভিডিও কল করে তীর্থক্ষেত্র দর্শন করাব, তার কোনও উপায় থাকে না। একইভাবে ফোনে যোগাযোগের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। ” এলাকার বাসিন্দারা বলেন, ” আগে সোম থেকে শুক্রবার পর্যন্ত মোবাইল পরিষেবা ঠিকই থাকত। শনি ও রবিবার মোবাইলের নেটওয়ার্ক কাজ করত না। এখন প্রায়ই সমস্যা হচ্ছে। টাওয়ার থাকলেও ফোন কল করা যায় না। কখনও আবার কল ড্রপ হতে থাকে।”
advertisement
advertisement
স্মার্টফোনে ইন্টারনেটের প্রয়োজন সবচেয়ে বেশি। ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে কারওর সঙ্গে যোগাযোগ করা যায় না। মোবাইল পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তারাপীঠের ব্যবসায়ীরাও। তাঁদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় টাকা পেমেন্ট করতে গেলে নেটওয়ার্ক-এর সমস্যার কারণে টাকা প্রসেসিং-এ আটকে যাচ্ছে। সেই কারণে যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে বচসার সৃষ্টি হচ্ছে। সকলেই চাইছেন এই সমস্যার সমাধান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: তারাপীঠে মোবাইলের নেটওয়ার্ক মিলছে না, অভিযোগ পর্যটকদের, বাড়ছে ভোগান্তি

