Birbhum News: বোলপুর শান্তিনিকেতনে আসলে আজই ঘুরে আসুন এই মেলা থেকে, না হলেই বড় মিস!

Last Updated:

Birbhum News: বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার কথা কমবেশি সকলেই জানেন, তবে তার আগে নভেম্বরের শেষ আর ডিসেম্বর মাসের শুরুতেই হয় বিশ্বভারতীর কলাভাবনের 'নন্দন মেলা'

নন্দন মেলা 
নন্দন মেলা 
বীরভূম, সৌভিক রায়: বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার কথা কমবেশি সকলেই জানেন, তবে তার আগে নভেম্বরের শেষ আর ডিসেম্বর মাসের শুরুতেই হয় বিশ্বভারতীর কলাভাবনের ‘নন্দন মেলা’। শুধু এই মেলার রূপ দেখতেই পাড়ি দিতে পারেন লাল মাটির জেলা শান্তিনিকেতনে। প্রত্যেকদিনের দৌড়ঝাপ নিত্যদিনের চিন্তাভাবনা থেকে কিছুক্ষনের জন্য নিজেকে দূরে রাখতে হলে কয়েকদিনের শান্তিনিকেতন সফর এক্কেবারে মন ভাল করা ‘টনিক’-এর মতো কাজ করে। আর এর অন্যতম আকর্ষণ হল নন্দন মেলা।
এইদিন অর্থাৎ, ১ তারিখ বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে নন্দন মেলার সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানার। ১ ও ২ তারিখ এই মেলার পাশাপাশি ৩ ডিসেম্বর কলাভবনে শিল্পাচার্য নন্দলাল বসুর জন্মদিন পালিত হবে। কলা ভবনে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তনীরা দিনরাত এক করে এই মেলার জন্য কাজ করেন। ফেলে দেওয়া টিনের বোতল দিয়ে ব্যাঙের ছাতা তৈরি করছেন স্নাতকোত্তরের অন্তিম বর্ষের পড়ুয়া শুভেন্দু মণ্ডল।
advertisement
আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর কঠিন পরীক্ষা নেবেন শনি, ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার, আপনার কপালে কী?
ফেলে দেওয়া জিনিস দিয়েও যে কাজে লাগানো যায়, তা তাঁরা শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। মেলার আকর্ষণ হিসাবে থাকবে গালার পুতুলের স্টল। ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে প্রখ্যাত একটি নাম নন্দলাল বসু। বিশ্বভারতীর কলাভবনের প্রিন্সিপাল পদে তিনি আসীন হন ১৯২২ সালে। তাঁর প্রখ্যাত কীর্তিকে স্মরণে রেখেই তাঁর নামঙ্কিত এই মেলা আয়োজিত হয় প্রতি বছর। নন্দলাল বসুর জন্মদিন ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। সেই উপলক্ষ্যে তাঁর জন্মদিনের আগের দু’দিন শান্তিনিকেতনের কলাভবন চত্বরে আয়োজিত হয় এই ভিনস্বাদের মেলা।
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩টে থেকে ৪টের সময় রোজ ঘুম ভাঙে, ব্রহ্ম মুহুর্তে উঠে কাজ করলেই ‘মিরাকেল’, মাত্র ২১ দিনেই বদলে যাবে জীবন…
ভিনস্বাদের এই মেলায় গেলে মিলবে গয়না ,পেন্টিং, মাটির বাসন, সেরামিক, ডোকরা, কী না পাওয়া যায় এই মেলায়। শৌখিন সমস্তরকমের সামগ্রী মেলে এই মেলায় । মূলত, কলাভবনের ছাত্রছাত্রীরাই এই মেলার আয়োজনে বিভিন্ন স্টল সামগ্রী নিয়ে বসেন। উল্লেখ্য, তাঁরা নিজের হাতে এই সামগ্রী বানান। তাই বোলপুর শান্তিনিকেতনে থাকলে আজই ঘুরে আসুন এই মেলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বোলপুর শান্তিনিকেতনে আসলে আজই ঘুরে আসুন এই মেলা থেকে, না হলেই বড় মিস!
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement