Birbhum News: বীরভূমের তিলপাড়া ব্যারেজে ফাটল বাড়ছেই! যান চলাচলে কড়াকড়ি, যাতায়াতের বিকল্প রুট কোনগুলি?
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: বীরভূমের তিলপাড়া ব্যারেজে ফাটল বাড়ছেই! যান চলাচলে কড়াকড়ি, যাতায়াতের বিকল্প রুট কোনগুলি?
বীরভূম: ফের বিপাকে বীরভূমবাসী। সিউড়ির তিলপাড়া ব্যারেজে আরও বড়সড় ফাটল দেখা যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে যান চলাচলে জারি হয়েছে কড়া নিয়ন্ত্রণ। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যারেজ দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। এবার পিলার এক্সটেনশন ও ওয়াটার ডিভাইডারে দেখা দেওয়া ফাটল দ্রুত গতিতে বাড়তে থাকায় শুক্রবার বিকেল থেকে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হল তিলপাড়া ব্যারেজ এড়িয়ে যাতায়াতের উপায় কী? তিলপাড়া ব্যারেজ মূলত ১৪ নম্বর জাতীয় সড়কের অংশ, যা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম সেতুবন্ধন। ফলে এই ব্যারেজ বন্ধ থাকলে প্রভাব পড়ছে রাজ্যের একাধিক জেলায়। যাতায়াতে যাতে বড়সড় ব্যাঘাত না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিছু বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
advertisement
advertisement
ভারী যানবাহনের জন্য সাঁইথিয়া হয়ে ঘুরপথে চলাচল করতে পারেন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রাক বা বড় গাড়ি সাঁইথিয়া রুট ধরে গন্তব্যে পৌঁছতে পারবে। এছাড়াও বিকল্প হিসেবে ঝাড়খণ্ডের রাণীশ্বর হয়ে উত্তর বা দক্ষিণবঙ্গমুখী ভারী গাড়ির যাতায়াত সম্ভব। যদিও কিছুটা অতিরিক্ত সময় লাগবে, কিন্তু এটিই আপাতত সবচেয়ে নিরাপদ পথ।
advertisement
যাত্রীবাহী বাসের ক্ষেত্রে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে ব্যারেজের এক পাশে। ফাঁকা বাস পার করে অন্য প্রান্তে যাত্রী তোলা হচ্ছে। প্রশাসনের অনুমতিতেই এই ব্যবস্থা চালু রয়েছে, যদিও এতে ঝুঁকি থেকেই যাচ্ছে।
বর্তমানে ব্যক্তিগত ছোট গাড়ি, মোটরবাইক এবং অটো-রিকশা চলাচলের অনুমতি রয়েছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে এই অনুমতিও রদ করা হতে পারে।
advertisement
স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রী কিংবা রোগী পরিবহণ, সব ক্ষেত্রেই এই সেতু গুরুত্বপূর্ণ। ফাটলের জেরে যাতায়াতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
Sudipto Gorai
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূমের তিলপাড়া ব্যারেজে ফাটল বাড়ছেই! যান চলাচলে কড়াকড়ি, যাতায়াতের বিকল্প রুট কোনগুলি?