Birbhum News: শ্বশুরবাড়িতে গিয়ে এমন কী ঘটল? ৩ মাসের অন্তঃসত্ত্বা প্রাণেই শেষ! বোলপুরে শোরগোল

Last Updated:

Birbhum News: তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে খু*নের অভিযোগ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে তীব্র ক্ষোভ। বোলপুর থানার মুলুক গ্রামের ২৮ বছর বয়সির দেহ উদ্ধার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বোলপুর: তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে খুনের অভিযোগ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে তীব্র ক্ষোভ। বোলপুর থানার মুলুক গ্রামের ২৮ বছর বয়সি সুহাসিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আনুমানিক আট মাস আগে নানুর বিধানসভার তিলুটি গ্রামের বাসিন্দা বদরুদ্দোজা ওরফে বাবুর সঙ্গে সুহাসিনার বিয়ে হয়। তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
এদিন দুপুরে তিলুটি গ্রামের কিছু বাসিন্দার ফোনে সুহাসিনার বাড়ির লোকজন জানতে পারেন, তাঁদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ছুটে যান তাঁরা। সেখানে গিয়ে দেখেন, সুহাসিনার দেহ উঠোনে নামিয়ে রাখা হয়েছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন চোখে পড়ে।
আরও পড়ুন: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
মৃতার স্বামী দাবি করেন, বাড়ির মাটির দোতলা অংশে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন সুহাসিনা। কিন্তু এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যার দাবি করলেও তা মানতে নারাজ সুহাসিনার পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্যে অশান্তি চলছিল। তাঁরা ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এমন ভয়াবহ পরিণতি ঘটবে, তা তাঁদের কল্পনাতেও ছিল না। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, সুহাসিনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শ্বশুরবাড়িতে গিয়ে এমন কী ঘটল? ৩ মাসের অন্তঃসত্ত্বা প্রাণেই শেষ! বোলপুরে শোরগোল
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement