Shiva Temple: রাজার আদেশ, বর্গী হানা...বীরভূমের কড়িধ‍্যায় ৩০০-রও বেশি শিবমন্দির কেন তৈরি হয় জানেন? বাংলার ইতিহাস জানলে চমকে যাবেন

Last Updated:

Shiva Temple: পরপর ৩০০ শিব মন্দির তৈরি করার পিছনে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস,জানুন বিস্তারিত

+
মহাদেব

মহাদেব

বীরভূম: বীরদের ভূমি হিসাবে পরিচিত বীরভূম। এই বীরভূমে রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি। আর এই বীরভূমে রয়েছে মন্দির নগরী কড়িধ্যা। জানা যায় প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিরাজমান শতাধিক শিব মন্দির।
গোটা গ্রামে মোট মন্দির সংখ্যা প্রায় তিন শতাধিক। এই মন্দিরগুলির প্রত্যেকটি তৈরী হয়েছে তুবড়ি ইঁট দিয়ে। এবং প্রতিটি মন্দিরের চূড়াও তৈরী হয়েছে তুবড়ি ইঁট ও চুন-সুরকি দিয়ে খিলান পদ্ধতিতে। তুবড়ি ইটের ব্যবহার থেকে। অনুমান করা হয় এই মন্দিরগুলির বয়স আনুমানিক কিছু না হলেও ৫০০ বছর। এবং সব মন্দির গুলি একই সময়ে তৈরী হয়েছে।
advertisement
advertisement
কথিত রয়েছে, হেতমপুর ও রাজনগরে রাজাদের রাজত্ব চলাকালীন কড়িধ্যা বর্ধিষ্ণু জনপদ হিসেবে পরিচিত ছিল। এই গ্রামের মধ্যে দিয়েই গিয়েছে রাজনগরের রাজপথ, যা এখনও বর্তমান। বর্গী আক্রমনের সময়, রাজনগরের রাজাদের সঙ্গে বর্গীদের যুদ্ধ বাঁধে। কড়িধ্যা থেকে কিছুটা দূরে রাজারপুকুর, নগরী ও সংলগ্ন মাঠ হয়ে উঠেছিল যুদ্ধ ক্ষেত্র।
advertisement
জানা যায়, বর্গীরা যেসমস্ত জনপদ দিয়ে যেত, সেই সমস্ত জনপদ থেকে তারা খাবার বা রসদ সংগ্রহ করতো, যাতে তারা পরবর্তী লড়াইটা চালিয়ে নিয়ে যেতে পারে। তাই যুদ্ধ ক্ষেত্র লাগোয়া গ্রামের উপর বর্গীরা চড়াও হয়ে খাবার বা রসদ জোগাড় করত। গ্রামের উপর বর্গী আক্রমন রুখতে কৌশল নেন রাজা রামরাম সেন। তিনি গ্রামবাসীদেরকে পরামর্শ দেন এই শিব মন্দির প্রতিষ্ঠা করার।
advertisement
কোথাও শিব মন্দির দেখলে সেই গ্রামে তারা হানা দিত না। রাম রাম সেনের কথামতো এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করে কড়িধ্যা গ্রামের বাসিন্দারা। আর সেই বুদ্ধি বা কৌশল কাজেও লাগে এই শিব মন্দিরগুলি স্থাপন করার পর আর কড়িধ্যায় হানা দেয়নি বর্গীরা।
advertisement
সেই মন্দিরগুলি থেকে গিয়েছে আজও অনেক মন্দির স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সংস্কার করা হলেও, কিছু মন্দির ভগ্নপ্রায় দশাতেই থেকে গিয়েছে আজও। তবে নিত্যপুজো দেওয়া হয় প্রায় সব মন্দিরেই।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shiva Temple: রাজার আদেশ, বর্গী হানা...বীরভূমের কড়িধ‍্যায় ৩০০-রও বেশি শিবমন্দির কেন তৈরি হয় জানেন? বাংলার ইতিহাস জানলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement