চাষের আকাশে রকেটের গতি, কষ্ট কমে বলদের...! ট্রাক্টরের যুগে আজও এই জায়গায় বাজার কাঁপাচ্ছে 'রকেট লাঙল'
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
এই ‘রকেট লাঙল’ কেমন? কেন এত জনপ্রিয় ছিল এবং এখনও তার কদর রয়েছে কেন? খোঁজ নিল লোকাল ১৮ বাংলা।
বীরভূম: বর্ষা এলেই বাংলার মাঠঘাটে কৃষির ব্যস্ততা চরমে। কোথাও ট্রাক্টরের গর্জন, আবার কোথাও এখনও শোনা যায় বলদের ঘন্টির মিষ্টি টুংটাং। আধুনিকতার ঢেউ ছুঁয়ে গেলেও, বীরভূমের লোকপুর আজও ধরে রেখেছে কৃষির এক বিশেষ ঐতিহ্য ‘রকেট লাঙল’।
এই ‘রকেট লাঙল’ কেমন? কেন এত জনপ্রিয় ছিল এবং এখনও তার কদর রয়েছে কেন? খোঁজ নিল লোকাল ১৮ বাংলা। মূলত জোড়া বলদে টানা হয় এই রকেট লাঙল। দেখতে আধুনিক আর কর্মক্ষমতায় সেরা। ঠিক যেন চাষের আকাশে এক ‘রকেট’। ফুট দেড়েক লম্বা লোহার সিলিন্ডার পাইপ, তার সঙ্গে সংযুক্ত লোহার ফ্রেম এবং একটি মস্ত ফাল, সব মিলিয়ে এক অভিনব গঠন, যা সাধারণ কাঠের লাঙল থেকে একেবারে আলাদা।
advertisement
advertisement
বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর অঞ্চলে ৮-১০টি কর্মকার পরিবার এই রকেট লাঙল তৈরির কাজে যুক্ত। ষড়ানন কর্মকার বলছেন, এই লাঙল একদম প্লেনের মত চলে, কোনও চাড় নেই। ফলে বলদের পক্ষে টানা সহজ হয়, চাষও হয় গভীর আর পরিষ্কারভাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারিগর অধর কর্মকার আরও জানালেন, “মাটি অনেক ভাল হয় এই লাঙল দিয়ে। গরুকে জানায় কম। সাধারণ লাঙলের তুলনায় এই লাঙল গরুর ওপর চাপ কম ফেলে। আগে এক মরশুমে ৪০০-৫০০টা বিক্রি হত, এখন কমে দাঁড়িয়েছে ১০০-১৫০ পিসে।” তবে বর্তমানে আগের থেকে বিক্রি কমেছে, তার কারণ হিসেবে কারিগররা বলছেন, ট্রাক্টরের ব্যাপক ব্যবহার এর বড় কারণ। বর্তমানে যান্ত্রিক কৃষিকাজে কৃষকরা বেশি ঝুঁকছেন। ফলে লোকপুরের এই ঐতিহ্যবাহী রকেট লাঙলের বিক্রি ৯০% পর্যন্ত কমে গেছে।
advertisement
সুদীপ্ত গড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 3:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাষের আকাশে রকেটের গতি, কষ্ট কমে বলদের...! ট্রাক্টরের যুগে আজও এই জায়গায় বাজার কাঁপাচ্ছে 'রকেট লাঙল'