কেজি ৫০-১০০ টাকা...! বাজারে ব্যাপক চাহিদা, পড়ুয়াদের রোজগারের দিশা দেখাতে অভিনব উদ্যোগ উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
দাম প্রায় ৫০ থেকে ১০০ টাকা কেজি। যদিও বিশ্ববিদ্যালয়ের বিক্রয় কাউন্টারে এটি বিক্রি করা হচ্ছে মাত্র ৫০ টাকায়। আর এর মাধ্যমেই যাতে পড়ুয়ারা রোজগারের দিশা খুঁজে পায় তার জন্য প্রশিক্ষণ
মালদহ: কলেজ পড়ুয়াদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে কেঁচো সার তৈরির জৈবিক পদ্ধতির প্রশিক্ষণ মালদহে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক স্নাতক পড়ুয়াদের হাতে-কলমে শেখান হল কেঁচো সার তৈরির জৈবিক পদ্ধতি।
শুধু কেঁচো সার তৈরি নয় বাজারে বাণিজ্যিকরণ সহ ব্যবসা বিস্তারের একাধিক পদ্ধতি শেখান হয় পড়ুয়াদের। ইতিমধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে প্রাথমিক ভাবে একটি ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করে প্রক্রিয়াকরণ করা হচ্ছে কেঁচো সার।
আরও পড়ুন: ভাবা যায়…! ২০২৫-এ দাঁড়িয়েও হাসপাতালে রোগী পৌঁছতে ভরসা ডুলি! বাংলার এই দৃশ্য অবাক করছে সকলকে
advertisement
advertisement
সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর মালদহের ওই বিশ্ববিদ্যলয়ের নিজস্ব ব্র্যান্ড মার্কের প্যাকেটে পরিমাপ করে করা হয়। এই কেঁচো সার প্যাকেটিং এর পর বিশ্ববিদ্যালয়ের বিক্রয় কাউন্টারে বিক্রি করা হয়। বাজারে এই কেঁচো সারের দাম প্রায় ৫০ থেকে ১০০ টাকা কেজি। যদিও বিশ্ববিদ্যালয়ের বিক্রয় কাউন্টারে এটি বিক্রি করা হচ্ছে মাত্র ৫০ টাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুকুরের কচুরিপানা, কেঁচো, গোবর ইত্যাদির সংমিশ্রণে প্রক্রিয়াকণের পর তৈরি হয় এই জৈবিক কেঁচো সার। বিশ্ববিদ্যালয় ভার্মি কম্পাস ইউনিটে এই রকম সমস্ত সামগ্রী এনে কেঁচো সার তৈরির প্রশিক্ষণের পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা।
advertisement
জিএম মোমিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 3:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেজি ৫০-১০০ টাকা...! বাজারে ব্যাপক চাহিদা, পড়ুয়াদের রোজগারের দিশা দেখাতে অভিনব উদ্যোগ উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ের
