Birbhum News: হাসপাতালে আর মিলবে না রক্তমাখা নোংরা চাদর! রোগীদের উন্নতমানের পরিষেবা দিতে এসে গেল স্পেশাল লন্ড্রি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
সরকারি হাসপাতালে সাত দিনে সাতরঙা বেডশিট, মিলবে উন্নত পরিষেবা
বীরভূম: সরকারি হাসপাতাল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দেখা গেছে।কখনও সরকারি হাসপাতালগুলির চাদরগুলি অপরিচ্ছন্ন, উড়ছে মশা-মাছি, জমেছে জল। এই নিয়ে এতদিন অভিযোগের শেষ ছিল না রোগী পরিবারগুলির মধ্যে। তবে এবার অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা পরিষেবায় বদল আনতেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ নজর জেলা স্বাস্থ্য দফতরের। আর রক্তের দাগ লাগা, নোংরা বিছানা নয়। রোগীদের বিছানার অপরিষ্কার চাদর, বালিশ, কভারের বদলে প্রতিদিন অন্তত একবার বিছানার চাদর পরিবর্তন জরুরি।
এই বার্তা দিয়েছে জেলার রামপুরহাট, বীরভূম স্বাস্থ্য জেলা। পাশাপাশি স্বাস্থ্য দফতরের নির্দেশে বোলপুর মহকুমা হাসপাতালে বেসরকারি সংস্থা বরাত পেয়ে তৈরি হয়েছে উন্নত প্রযুক্তির মেকানাইজড লন্ড্রি পরিষেবা। ফলে শুধু বীরভূমের তিনটি সাব ডিভিশন অর্থাৎ বোলপুর মহকুমা হাসপাতাল, সিউড়ি হাসপাতাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ-সহ বর্ধমানের মেডিক্যাল কলেজ কালনা ও কাটোয়া হাসপাতালে মিলছে পরিষেবা।
advertisement
আরও পড়ুন: প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ড্রোন বানিয়ে তাক লাগাল একাদশ শ্রেণীর পড়ুয়া! সুবিধা জানলে আপনিও অবাক হবেন
advertisement
এক উন্নত প্রযুক্তির মেশিন, সরঞ্জাম ব্যবহার করায় দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে ধুয়ে, আয়রন হয়ে ভাঁজ করা হচ্ছে যন্ত্রের মাধ্যমে। সহজেই প্রতিদিন গাড়ি ভর্তি করে হাসপাতালে চলে যাচ্ছে নিত্যদিনের ব্যবহারের জন্যই। উপকৃত হচ্ছেন রোগীরা।তাদের ব্যবহার করা বিছানার চাদর থেকে অপারেশন থিয়েটারে ব্যবহৃত বস্ত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে বিশেষ লন্ড্রিতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃণাল ঘোষ বলেন, “স্বাস্থ্য দফতরের উদ্যোগে বিশেষ লন্ড্রি পেয়ে খুশি হয়েছেন অসুস্থ রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষও।হাসপাতালে এসে রোগীদের জীবাণু সংক্রমিত হওয়ার আশঙ্কা আর থাকছে না। বোলপুর মহকুমা হাসপাতাল সন্নিকটে মেকানাইজড লন্ড্রি পরিষেবা দিচ্ছে বর্ধমান এবং বীরভূমের মহকুমা হাসপাতালগুলিকে। এর ফলে চিকিৎসা পরিষেবা হচ্ছে আরও উন্নত।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 7:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: হাসপাতালে আর মিলবে না রক্তমাখা নোংরা চাদর! রোগীদের উন্নতমানের পরিষেবা দিতে এসে গেল স্পেশাল লন্ড্রি

