Birbhum News: বাড়ির বাইরে পা দিলেই কামড়ে ধরছে, 'ভূতুড়ে কুকুর'-এর আতঙ্কে ঘুম উড়েছে বীরভূমের এই গ্রামে

Last Updated:

কুকুরের থেকে মানুষকে পাহারা দেওয়ার জন্য পথে নেমেছে পুরো একটি গ্রাম! তারপর...

+
প্রতিকী

প্রতিকী চিত্র 

বীরভূম: ধরুন আপনি কাজে বাড়ির বাইরে বার হলেন, হঠাৎ পিছন থেকে একটি কুকুর এসে আপনাকে সজোরে কামড় দিল। বিষয়টা বেশ ভয়ঙ্কর তাই না! আর ঠিক এই আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা একটি গ্রামের। ভুতুরে কুকুরের আতঙ্কে দিন কাটছে ভেড়ামারি গ্রামে আর গ্রামের মানুষদের সেই আতঙ্ক দূর করতে পাহারায় নামলেন জনতা থেকে শুরু করে পুলিশ প্রশাসন।
বীরভূম এর পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্কপুরী। একটি ‘ভূতুরে কুকুর’ হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধাও হয়ে যাচ্ছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। ইতিমধ্যেই গ্রামের ১০ থেকে ১২ জন ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন। পুরুষ, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা, বাদ যাচ্ছেন না কেউই।
বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। রাস্তায় বার হতে সাহস পাচ্ছেন না অনেকেই। দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না, পাশাপাশি রাতের অন্ধকারে পরিস্থিতি আরও অনেকটা ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাড়ুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল।
advertisement
advertisement
পাশাপাশি, স্থানীয় যুবকদের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল।যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক, একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা। এমনই পরিস্থিতি আর কিছুদিন থাকলে গ্রামের মানুষেরা আরও আতঙ্কিত হয়ে পড়বেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই বিষয়ে গ্রামবাসীদের মনে প্রশ্ন, কী কুকুর ওটা? সাধারণ পথকুকুর? নাকি সত্যিই কোনও রহস্যঘেরা ঘটনা? ধোঁয়াশায় স্থানীয়রা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বাড়ির বাইরে পা দিলেই কামড়ে ধরছে, 'ভূতুড়ে কুকুর'-এর আতঙ্কে ঘুম উড়েছে বীরভূমের এই গ্রামে
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement