Birbhum Durga Puja: সোনাঝুরির জঙ্গলের মধ্যেই হয় 'এই' দুর্গাপুজো, একবার অন্তত ঘুরে আসুন, চিরস্মরণীয় হয়ে থাকবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum Durga Puja: সোনাঝুরির হাট যেখানে বসে, সেই জঙ্গলেরই এক ধারে ‘দুর্গাবাড়ি’তে হয় দুর্গাপুজো। বল্লভপুরে বনেরপুকুর ডাঙায় শিল্পী বাঁধন দাসের বাড়িতে ২০০১ সালে এই পুজোর সূচনা হয়েছিল। এই পুজো কারও কাছে ‘বাঁধনদার দুর্গাপুজো’, আবার অন্যদের মুখে ‘হীরালিনী দুর্গোৎসব’ বলে পরিচিত।
বীরভূম, সৌভিক রায়: ভ্রমণপিপাসু বাঙালি দিঘা, পুরি, মন্দারমনি ঘুরে মন ভরে গেলে অন্ততপক্ষে একবার ঘুরতে আসেন এই বীরভূমে। আর এই বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের কথা তো সকলেই জানেন। বর্তমানে এই হাট পর্যটকদের কাছে অন্যতম এক জনপ্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই হাট যেখানে বসে, সেই জঙ্গলেরই এক ধারে ‘দুর্গাবাড়ি’তে হয় দুর্গাপুজো। বল্লভপুরে বনেরপুকুর ডাঙায় শিল্পী বাঁধন দাসের বাড়িতে ২০০১ সালে এই পুজোর সূচনা হয়েছিল। এই পুজো কারও কাছে ‘বাঁধনদার দুর্গাপুজো’, আবার অন্যদের মুখে ‘হীরালিনী দুর্গোৎসব’ বলে পরিচিত।
কেউ কেউ আবার বলে, ‘দুর্গাবাড়ির পুজো’, ‘সোনাঝুরির পুজো’। আর পাঁচটা পুজোর থেকে এ পুজোর আবহ একেবারেই আলাদা। সোনাঝুরির জঙ্গলের মাঝে পুজো, বুনোফুলের গন্ধ, সকাল সন্ধে মাদলের বোলদেবী আবাহনের এ ছবি যেনো এক অপূর্ব রূপ। প্রত্যেকটি বছর বনেরপুকুর ডাঙা গ্রাম থেকে এই পুজোয় যোগ দেন সাঁওতাল পরিবারগুলি।
আরও পড়ুনঃ হাতে লম্বা সময়, পুজোর ছুটিতে ঘুরে আসুন দিঘা জগন্নাথ মন্দির, দক্ষিণা-সহ পুজো দিতে কত টাকা লাগে জানেন?
প্রসঙ্গত জানা গিয়েছে শিল্পী বাঁধন দাসের মৃত্যুর পরে তাঁরই ছাত্র শিল্পী আশিস ঘোষের হাত ধরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পুজোর আয়োজন করেন প্রত্যেক বছর। অন্যান্য জায়গার মতো এখানে রয়েছে দুর্গামণ্ডপ। সেখানেই প্রথা মেনে পুজো হয় প্রতি বছর। দেবীমূর্তি, পুজোর আয়োজন, পুজোর সাজে অনন্যতার ছোঁয়া। তাই তো অন্যান্য পুজোর থেকে সোনাঝুরি জঙ্গলের এই হীরালিনী দুর্গাপুজোর আকর্ষণ মানুষের কাছে অনেক বেশি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গল্প নয় সত্যি…! মাত্র ২৫০০ টাকায় গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, লাভা, লাটাগুড়ি! পুজোয় NBSTC-র দুর্দান্ত ট্যুর প্যাকেজ
পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, ২০০১ সালে পুজো শুরু করার সময়ে দেবীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন শিল্পী বাঁধন দাস। তবে সে বছরই আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিস্ফোরণ, ইরাক যুদ্ধে বিশ্বজুড়ে সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে পরের বছর থেকে দেবীর হাতে তুলে দেওয়া হয় পদ্মফুল। বিশ্ব শান্তির বার্তা দিতেই এই ফুল দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Durga Puja: সোনাঝুরির জঙ্গলের মধ্যেই হয় 'এই' দুর্গাপুজো, একবার অন্তত ঘুরে আসুন, চিরস্মরণীয় হয়ে থাকবে