Mama Bhagne Hills: মহাবিপদে পর্যটকদের প্রিয় মামা-ভাগ্নে পাহাড়! সংকটের মুখে বীরভূমের জনপ্রিয় টুরিস্ট স্পট, দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি

Last Updated:

Mama Bhagne Hills: বীরভূমের জনপ্রিয় পিকনিক স্পটগুলির মধ্যে অন্যতম মামা-ভাগ্নে পাহাড়। প্রত্যেক বছর এখানে পর্যটকরা ভিড় করেন। তবে এবার সেই পাহাড়েই দূষণের প্রকোপ পড়ছে।

+
মামা

মামা ভাগ্নে পাহাড়

দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ পারদ নামতেই বীরভূমের দুবরাজপুরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মামা-ভাগ্নে পাহাড় চত্বর এখন পর্যটকদের ভিড়ে ভরপুর। কিন্তু সেই ভিড়ের মধ্যেই বাড়ছে পরিবেশ দূষণের প্রবণতা। পাহাড় ও সংলগ্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে ভাঙা কাঁচের বোতল, প্লাস্টিকের গ্লাস, থার্মোকল সহ নানা বর্জ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র্য। স্থানীয়দের দাবি, দ্রুত এই এলাকায় বৃহৎ পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জেলার জনপ্রিয় পিকনিক স্পটগুলির মধ্যে অন্যতম মামা-ভাগ্নে পাহাড়। এর পাশাপাশি রয়েছে পাহাড়েশ্বর মন্দির চত্বর, যেখানে শীতের মরশুমে ভিড় আরও বাড়ে। মনোরম শিলাস্তর, গাছগাছালির আবরণ এবং শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণের প্রধান কারণ। একইসঙ্গে ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও এই প্রাকৃতিক শিলান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এলাকার আরেক পরিচয় বহু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের শুটিং স্পট। এই পাহাড় অঞ্চলে সত্যজিৎ রায়ের ‘অভিযান’, ‘গুপী গাইন বাঘা বাইন’, সন্দীপ রায়ের ‘রবার্টসনের রুবি’ ও ‘গোঁসাইপুর সরগরম’ ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যধারণ হয়েছিল। ফলে এই জায়গার পর্যটনমূল্য ও ঐতিহ্য দুই-ই বিশাল।
advertisement
আরও পড়ুনঃ উত্তর হাওড়ার জল-কষ্ট অতীত! প্রায় ২৮০ কোটি টাকা খরচে নতুন প্রকল্প, সহজেই মিলবে শুদ্ধ পানীয় জল
এদিন পর্যটক পল্লবী পাল বলেন, “ছোটবেলায় এসেছিলাম, আজ এতদিন পর আবার এসে দেখলাম অনেক পরিবর্তন। নতুন মন্দির হয়েছে, আশেপাশের পরিবেশ বদলেছে। পরিবার নিয়ে আবার আসার পরিকল্পনা রয়েছে। তবে কিছু জায়গায় দূষণ দেখে খারাপ লাগছে। মানুষ যদি একটু সচেতন হন, তাহলে জায়গাটা আরও সুন্দর থাকবে।” তিনি আরও বলেন, “এত মানুষ ঘুরতে আসে তাই নিজেদেরই দায়িত্বশীল হতে হবে। জায়গাটা দেখার মতো, তাই অপচনশীল বর্জ্য যেখানে-সেখানে ফেলা মোটেই ঠিক নয়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, পর্যটকদের অসচেতনতা এবং সঠিক নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাঁদের দাবি, প্রশাসনের তৎপরতা, সচেতনতা প্রচার এবং নিয়মিত পরিষ্কার অভিযান চালানো জরুরি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mama Bhagne Hills: মহাবিপদে পর্যটকদের প্রিয় মামা-ভাগ্নে পাহাড়! সংকটের মুখে বীরভূমের জনপ্রিয় টুরিস্ট স্পট, দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement