Birbhum M*ur*der Update: বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু, কী কারণে শত্রুতা, সামনে এল কারণ...
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Birbhum M*ur*der Update: গ্রামে থমথমে পরিস্থিতি, ঘটনার পর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বোমা মেরে বাইতুল্লা শেখকে খুন করেছে।
বীরভূম: বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের স্বামীকে বোমা মেরে খুনের ঘটনায় একজনকে আটক করল মল্লারপুর থানার পুলিশ। পুলিশের তদন্তে প্রাথমিক অনুমান, যার বিরুদ্ধে বোমা মেরে খুন করার অভিযোগ ইয়াফোর শেখ ওরফে বসিরের সঙ্গে বাইতুল্লা শেখ জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল, আর সেই ঝামেলার কারণে বোমা মেরে খুন করে বসির।
তার বাড়ি নিহত বাইতুল্লা শেখের বাড়ির পিছনে। খুনের ঘটনার পর থেকেই গ্রামে চলছে পুলিশের টহলদারি। বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে তিনজনের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাইতুল্লা শেখ। সেই সময় একটি পুকুর পাড়ের কাছে তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি রোগীদের কার শরীর কেমন? নজর রাখবে ছোট্ট ‘এই’ মেশিন, বিপদ বুঝলেই সরাসরি জানবেন ডাক্তার, এখানে মিলবে ‘বেস্ট’ চিকিৎসা
দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর জখম হন তৃণমূল নেতা বাইতুল্লা শেখ। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাইতুল্লা সেখের সঙ্গে থাকা তার দুই সঙ্গীও বোমার আঘাতে জখম হন। ঘটনার পর গ্রামে চলছে পুলিশের টহলদারি। এইদিন সকাল থেকে গ্রামে থমথমে পরিস্থিতি, ঘটনার পর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বোমা মেরে বাইতুল্লা শেখকে খুন করেছে।
advertisement
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2025 8:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum M*ur*der Update: বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু, কী কারণে শত্রুতা, সামনে এল কারণ...










