হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পুলিশের পা ভেঙ্গে দেওয়া,জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি বিজেপির বীরভূম জেলা সম্পাদকের

পুলিশের পা ভেঙ্গে দেওয়া ও জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি বিজেপির বীরভূম জেলা সম্পাদকের

representative image

representative image

  • Last Updated :
  • Share this:

    #বীরভূম: এবার পুলিশের পা ভেঙ্গে দেওয়া ও জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক কালোসোনা মন্ডল । আজ, সোমবার বীরভূমের তারাপীঠ থানার সামনে মাইকে এই হুমকি দেন তিনি । বিজেপি কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। এর বিরুদ্ধে সরব হয়ে এদিন তারাপিঠ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি কর্মীদের লাথি মেরে পুলিশ লক-আপে ঢোকানোর অযিভোগে কালোসোনা মন্ডল বলেন, 'পুলিশ লাথি মারলে পা ভেঙ্গে দেব । গালাগালি দিলে জিভ ছিড়ে নেব।'

    First published:

    Tags: Birbhum, BJP Agitation