North 24 Parganas News: বিরাটির আবাসন ভেঙে মৃত গৃহবধুর বাড়িতে সৌগত রায়! পরিবারের পাশে থাকার আশ্বাস

Last Updated:

Birati Building Collapse: বিরাটির বহুতল আবাসন ভেঙে মৃত গৃহবধূর বাড়িতে সৌগত, সাংসদকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন সকলে।

বিরাটিতে মৃতের বাড়িতে সৌগত রায়
বিরাটিতে মৃতের বাড়িতে সৌগত রায়
উত্তর ২৪ পরগনা: বিরাটির বহুতল আবাসনের একাংশ ভেঙে মৃত্যু হওয়া গৃহবধূর বাড়িতে আসলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল ঘুরে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ।
পাশাপাশি, রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক ভাবে সাহায্য করারও আশ্বাস দেন সৌগতবাবু। এদিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে বেআইনিভাবে নির্মাণ হওয়া বহুতল আবাসনগুলির দিকে নজরদারিরও নির্দেশ দেন তিনি। এই ঘটনায় দোষীদের যাতে সঠিক সাজা মেলে সে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যেই উত্তরবঙ্গে এবার ভূমিকম্প, প্রবল অতঙ্ক! কাঁপল কোথায় কোথায়?
উত্তর দমদম পৌরসভার অন্তর্গত বিরাটির শরৎ কলোনি এলাকার এই বহুতল ঘিরে আগেও নানাভাবে কাজ বন্ধ করার দাবি জানানো হয়েছিল প্রতিবেশীদের তরফে। তবে কোনও ভাবেই কাজ বন্ধ করেনি প্রোমোটার। তার জেরেই এই দুর্ঘটনা বলেই মনে করছেন স্থানীয়রা। এদিন সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরাও।
advertisement
advertisement
বছর পঞ্চান্নর মৃত গৃহবধূ কেয়া শর্মা চৌধুরীর স্বামী ও বারংবার অভিযোগ জানান, সাংসদের কাছেও এদিন সেই কথাই তুলে ধরেন তিনি। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধাননগর ডিসি ঐশ্বরিয়া গুপ্তা, আইসি সলিল কুমার মণ্ডল-সহ স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল। গার্ডেনরিচের পর বিরাটির এই ঘটনা কতটা প্রশাসনকে সক্রিয় করে এখন সে দিকেই তাকিয়ে সকলে।
advertisement
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিরাটির আবাসন ভেঙে মৃত গৃহবধুর বাড়িতে সৌগত রায়! পরিবারের পাশে থাকার আশ্বাস
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement