Earthquake in North Bengal: টর্নেডোর তাণ্ডবের মধ্যেই উত্তরবঙ্গে এবার ভূমিকম্প, প্রবল আতঙ্ক! কাঁপল কোথায় কোথায়?

Last Updated:

Earthquake in North Bengal: এবার উত্তরবঙ্গে ভূমিকম্প। কেঁপে উঠল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটর কিছু অংশ।

উত্তরবঙ্গে ভূমিকম্প
উত্তরবঙ্গে ভূমিকম্প
আলিপুরদুয়ার: মুহূর্তের মিনি টর্নোডোয় তছনছ উত্তরবঙ্গের একাধিক এলাকা। আচমকা ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকা পরিদর্শনে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এবার ভূমিকম্প। কেঁপে উঠল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটর কিছু অংশ।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮। এদিন বিকেল ৫টা ১৫ বেজে ৫৫ মিনিটে কেঁপে ওঠে ওই এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল আলিপুরদুয়ার বলেই জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সতর্ক রয়েছে প্রশাসনও।
আরও পড়ুন: ‘মমতা যা পারেন, তা কেউ পারে না! ভোট না দিলেও মমতা আসবেন’, দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের
প্রসঙ্গত, রবিবার বিকালে আকস্মিক ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি। ঝড়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, একটা কালো কুণ্ডলীকৃত ধোঁয়ার মতো বিষয় গোটা এলাকা গ্রাস করছে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা বলছেন, এই ঝড় কালবৈশাখী নয়, সেক্ষেত্রে এটি মিনি টর্নেডো হতে পারে।
advertisement
advertisement
ঘড়ির কাঁটায় সবে তিনটে পেরিয়েছে। রবিবার আচমকা কালো হয়ে যায় জলপাইগুড়ির আকাশ। কুণ্ডলী পাকিয়ে ছুটে আসা ঝড় মুহূর্তে তছনছ করে দেয় এলাকা। ফের সোমবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Earthquake in North Bengal: টর্নেডোর তাণ্ডবের মধ্যেই উত্তরবঙ্গে এবার ভূমিকম্প, প্রবল আতঙ্ক! কাঁপল কোথায় কোথায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement