গ্রামের স্কুলেও বায়োমেট্রিক, খুশি অভিভাবকরা

Last Updated:

বায়োমেট্রিক উপস্থিতি চালু হওয়ার ফলে স্কুলে ছাত্র-ছাত্রীরা প্রবেশ করলেই অভিভাবকদের কাছে এসএমএস পৌঁছে যাবে। ফলে সন্তান স্কুলে কখন যাচ্ছে, কখন ফিরছে তা জানতে পারবেন অভিভাবকরা

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম
বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: জেলারর সীমান্তবর্তী বাগদা উচ্চ বিদ্যালয়ে ২২০০ ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের সুবিধার্থে স্কুল কর্তৃপক্ষ বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা চালু করল। মঙ্গলবার বাগদার বিডিও, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও পরিচালক সমিতির সভাপতির উপস্থিতিতে নতুন বায়োমেট্রিক পদ্ধতি ও ওয়েবসাইটের সূচনা করা হয়।
বায়োমেট্রিক উপস্থিতি চালু হওয়ার ফলে স্কুলে ছাত্র-ছাত্রীরা প্রবেশ করলেই অভিভাবকদের কাছে এসএমএস পৌঁছে যাবে। ফলে সন্তান স্কুলে কখন যাচ্ছে, কখন ফিরছে তা জানতে পারবেন অভিভাবকরা। প্রান্তিক এই স্কুলে বায়োমেট্রিক পদ্ধতি ও ওয়েবসাইট চালু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: পদ্মার জলস্তর বাড়তেই বিচ্ছিন্ন যোগাযোগ! দেশে থেকেও ওরা যেন আলাদা
বায়োমেট্রিক পদ্ধতি ও ওয়েবসাইটের সূচনা করে বাগদার বিডিও প্রসূন কুমার প্রামাণিক জানান, বর্তমান ডিজিটাল ব্যবস্থায় এই প্রান্তিক স্কুল যে উদ্যোগ নিয়েছে সেটা এক কথায় অসম্ভবকে সম্ভব করেছেন তারা। স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির সকলকে তিনি ধন্যবাদ জানান।
advertisement
advertisement
আরও পড়ুন: বাইকের ধাক্কায় ছিটকে পড়েন, চা বাগানে আদিবাসী মহিলার মৃত্যু
অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস জানিয়েছেন, স্কুলের বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি ব্যবস্থা চালু হওয়ায় সন্তানদের উপর অভিভাবকদের সঠিক নজরদারি আরও সুসংহত করা সম্ভব হবে। ওয়েবসাইট চালু হয় তারা অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ করতে পারবে, রেজাল্ট দেখতে পারবে। এবার থেকে স্কুল লিভিং সার্টিফিকেট ওয়েবসাইটের মাধ্যমেও নেওয়া যাবে বলে জানান তিনি। এর ফলে উপকৃত হবে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্রামের স্কুলেও বায়োমেট্রিক, খুশি অভিভাবকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement