Biman Banerjee: দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়, জখম পাইলট গাড়ির চালক

Last Updated:

Biman Banerjee: একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয়।

বিমান বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
বিমান বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
দক্ষিণ ২৪ পরগনা: একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের গাড়ির চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে। কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক।
advertisement
আরও পড়ুন: আজ কি ঘুম ভাঙবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের? বড় কিছুর অপেক্ষা শুরু ইসরোর
তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি। এ বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাগ্যের জোড়ে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছি আমি। আমার কনভয়ের গাড়ির চালক এই দুর্ঘটনার ফলে আহত হয়েছে। আহত ওই গাড়ির চালকের দ্রুত আরোগ্য কামনা করছি।’
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biman Banerjee: দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়, জখম পাইলট গাড়ির চালক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement