Biman Banerjee: দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়, জখম পাইলট গাড়ির চালক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Biman Banerjee: একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয়।
দক্ষিণ ২৪ পরগনা: একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের গাড়ির চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে। কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক।
advertisement
আরও পড়ুন: আজ কি ঘুম ভাঙবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের? বড় কিছুর অপেক্ষা শুরু ইসরোর
তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি। এ বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাগ্যের জোড়ে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছি আমি। আমার কনভয়ের গাড়ির চালক এই দুর্ঘটনার ফলে আহত হয়েছে। আহত ওই গাড়ির চালকের দ্রুত আরোগ্য কামনা করছি।’
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 11:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biman Banerjee: দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়, জখম পাইলট গাড়ির চালক