Birbhum Bike Racket: বীরভূমে উদ্ধার বেশ কিছু চুরি যাওয়া বাইক, পুলিশের জালে ২ অভিযুক্ত

Last Updated:

Birbhum Bike Racket: কোনও এক জায়গা থেকে বাইক চুরি করে অন্য এলাকায় নিয়ে চলে যাওয়ায় মূল উদ্দেশ্য অভিযুক্তদের । তাদের ধরতেই লাভপুর থানা বিশেষ অভিযান চালায় কিছু এলাকায় ।

Birbhum Bike Racket
Birbhum Bike Racket
লাভপুর :  বীরভূমের লাভপুর থানার বিশেষ অভিযানে উদ্ধার ন’টি চুরি যাওয়া বাইক । এই চক্রে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ ।   অভিযোগ, স্থানীয় বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে চুরির ঘটনা । বিশেষ করে বাইক চুরি । কোনও এক জায়গা থেকে বাইক চুরি করে অন্য এলাকায় নিয়ে চলে যাওয়ায় মূল উদ্দেশ্য অভিযুক্তদের । তাদের ধরতেই লাভপুর থানা বিশেষ অভিযান চালায় কিছু এলাকায় ।
বেশ কয়েকদিন ধরে অভিযান চালানোর পর বিশেষ সূত্রে পুলিশের কাছে খবর আসে লাভপুর থানার অন্তর্গত কুসুমগড়িয়া , বামনিগ্রাম , হীরাপুর , ফলগ্রাম ও মৌরগ্রামে রয়েছে অভিযুক্তরা৷ তাদের সঙ্গে রয়েছে চুরি করা কিছু বাইক । যদিও সেই বাইকগুলি সেই এলাকার নয় ।  সেই সূত্র ধরেই লাভপুরের এই পাঁচটি এলাকায় বিশেষ অভিযান চালায় লাভপুর থানার পুলিশ । তার পর সেখান থেকেই উদ্ধার হয় নয়টি বাইক । সঙ্গে দুজন অভিযুক্তদের গ্রেপ্তারও করে পুলিশ । শুক্রবার ওই দুই অভিযুক্তদের তোলা হবে আদালতে ।
advertisement
আরও পড়ুন: সিআইডির অভিযানে উদ্ধার কোটি টাকার ব্রাউন শুগার, গ্রেফতার ২
বোলপুরের এস ডি পি ও অভিষেক রায় বলেন , "  কাটোয়া থানায় ধরা পড়েন এক অভিযুক্ত । সেই সূত্র ধরেই খোঁজখবর শুরু করে লাভপুর থানা । গোপন সূত্রে খবর পাওয়া যায় লাভপুর থানার অন্তর্গত কুসুমগড়িয়া , বামনিগ্রাম , হীরাপুর , ফলগ্রাম ও মৌরগ্রামে রয়েছে অভিযুক্ত-সহ চুরি করা কিছু বাইক । যেগুলি সম্ভবত অন্য কোনও জায়গা থেকে চুরি করে এনে রাখা । ঠিক এই তথ্যের ভিত্তিতেই লাভপুরের এই এলাকাগুলিতে অভিযান চালায় লাভপুর থানার পুলিশ । সেখান থেকে উদ্ধার নয়টি চুরির গাড়ি ।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেম ফিরে পেতে পোস্টার হাতে প্রেয়সীর বাড়ির সামনে ধর্নায় মরিয়া প্রেমিক
কাটোয়া থেকেই সম্ভবত কিছু চুরির বাইক এখানে পাঠানো হয়েছিলো । আর সেই বাইক গুলোই উদ্ধার করি আমরা । গ্রেফতার করা হয় ধৃত দুজনকে । শুক্রবার তাদের তোলা হবে আদালতে । যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সম্ভবত বাইক রিসিভার, এরা আগেও এরকম অনেক বাইক রিসিভ করেছে বিভিন্ন এলাকা থেকে । তবে আরও কয়েক জায়গায় অভিযান চালানো হচ্ছে।’’ অন্যদিকে বীরভূমের লাভপুর থানার ওসি পার্থসারথি মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে আরও গোপন খবর আছে, সময় হলেই তল্লাশি অভিযান চলবে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Bike Racket: বীরভূমে উদ্ধার বেশ কিছু চুরি যাওয়া বাইক, পুলিশের জালে ২ অভিযুক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement