Bike Accident: ঘটকপুকুর-সোনারপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা বাইকের, মৃত ১, গুরুতর আহত ২

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতির KTM বাইক পিছন থেকে একটি সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটিতে থাকা দুই যুবক ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা

Representative ImageImage Generated By AI
Representative ImageImage Generated By AI
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর-সোনারপুর রোডে শকুন্তলা বেগরপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরও দু’জন। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণগামী রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতির KTM বাইক পিছন থেকে একটি সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটিতে থাকা দুই যুবক ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা।
মোটরসাইকেল চালক অমিত মনি (২৭), মাথার পিছনে গভীর ক্ষত হয়। তাঁকে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশে খবর দেন। ঘটকপুকুর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল? খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, ওই রাস্তায় রাতে গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
গত মাসেই বাইকের বেপরোয়া গতির কারণে মৃত্যু হয় ২ জনের। ভোরবেলা উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান ১জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় আরও দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের দিক থেকে বাইকে চেপে যাচ্ছিলেন চার যুবক। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। একটি গাড়ির সঙ্গে বেপরোয়া গতিতে রেষারেষি করতে করতে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনমুখী লেনের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। চার জনই উড়ালপুলের উপর ছিটকে পড়েন।
advertisement
চলতি বছর এপ্রিল মাসে দুরন্ত গতিতে বাইক চালানোতেই প্রায় যায় বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ২৫ বছরের যুবক আকাশের।  সঙ্গে মৃত্যু হয় তাঁর বন্ধুরও। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইকচালক আকাশ বাউড়ি এবং তাঁর বন্ধুর।  দ্বারিকা গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আকাশদের বাইকের। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি। দুই সওয়ারি ছিটকে পড়েন রাস্তায়। দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তখনই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর আহত যুবকও চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
advertisement
Kalyan
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: ঘটকপুকুর-সোনারপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা বাইকের, মৃত ১, গুরুতর আহত ২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement