Bike Accident: শান্তিপুরে মুখোমুখি ধাক্কা দুটি বাইকের, খেলনার মতো ছিটে গেলেন আরোহীরা! মৃত ২, আশঙ্কাজনক আরও দু'জন
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bike Accident: ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু দু'জনের, আশঙ্কাজনক একাধিক। ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু দুইজনের এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুইজন।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু দুইজনের, আশঙ্কাজনক একাধিক। ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু দুইজনের এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুইজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর ১২ নম্বর জাতীয় সড়কে।
সূত্রের খবর, মৃতই ব্যক্তির নাম উত্তম রাজবংশী। বয়স আনুমানিক ৫৮ বছর। মৃত ব্যক্তির বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকায়। অন্য দিকে হাসপাতলে নিয়ে গেলে আরও এক যুবকের মৃত্যু হয় তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায় প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে একটি অনৈতিক কাট আউট রয়েছে। যেখানে নেই কোনও সিগনাল সিস্টেম এবং ট্রাফিক পুলিশের কোনও ব্যবস্থা নেই। এই বেআইনি ভাবে সাধারণ মানুষ অসচেতনভাবেই জাতীয় সড়ক পারাপার করে। সেই কারণেই ওই কাটাউটের মুখেই দুটি বাইকের সজরে ধাক্কা লাগে। বাইকের গতি এতটাই ছিল ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা। বাইক দুটি সম্পূর্ণ দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম বিশ্বাসের।
advertisement
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। জেলায় আজ জাতীয় সড়কে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। একটি ফুলিয়াতে অন্যটি নাকাশিপাড়া এলাকায়। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই সমস্ত দুর্ঘটনাগুলি পথচারীদের অসচেতনতা এবং গাড়িচালকদের ট্রাফিক আইন সঠিকভাবে না মানার কারণেই হয়ে থাকছে। এছাড়াও জাতীয় সড়কে একাধিক টোটো, ই রিক্সা, মোটর চালিত ভ্যান বেআইনিভাবে চলাচল করছে। তাছাড়াও জাতীয় সড়কে বেশ কিছু বেআইনি কাটআউট রয়েছে যেখান থেকে সাধারণ মানুষ পারাপার করছেন অসচেতন ভাবেই। আর সেই কারণেই আজকের এই মর্মান্তিক পরিণতি বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 11:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: শান্তিপুরে মুখোমুখি ধাক্কা দুটি বাইকের, খেলনার মতো ছিটে গেলেন আরোহীরা! মৃত ২, আশঙ্কাজনক আরও দু'জন







