Bangla News|| বাইকে লাগানো মেশিন, তাতে এ কী তৈরি হচ্ছে? মালামাল বিহারের যুবক
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: চৈত্রের অবসান হয়ে বৈশাখের আগমন হয়েছে৷ তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে জেলাবাসীর৷ চাহিদা বেড়েছে ছাতুর সরবত থেকে শুরু করে লস্যি, সহ অন্যান্য ঠাণ্ডা পানীয়ের।
বীরভূম: চৈত্রের অবসান হয়ে বৈশাখের আগমন হয়েছে৷ তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে জেলাবাসীর৷ চাহিদা বেড়েছে ছাতুর সরবত থেকে শুরু করে লস্যি, সহ অন্যান্য ঠাণ্ডা পানীয়ের। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছেন বিহারের বিশাল পাশোয়ান।
একটি মোটর সাইকেল, তাতে লাগানো হয়েছে মিনি হাস্কিং মেশিন৷ তা নিয়ে প্রতিদিন সকাল সকাল বিহার থেকে কখনও সিউড়ি তো, কখনও কড়িধ্যা কিংবা অন্য কোনও জায়গায় হাজির হচ্ছেন। চোখের সামনে বুটের ছোলা পিষিয়ে বিক্রি করছেন ছাতু। তা কিনতেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।ক্রেতাদের দাবি, এই গরমের পরিস্থিতি ছাতুর সরবত কিংবা পেঁয়াজ, লঙ্কা দিয়ে ছাতু অনেকে খেয়ে থাকেন। গরমের মরশুমে এই খাবার অত্যন্ত স্বাস্থ্যকর।
advertisement
advertisement
বাজারের দোকানে প্যাকেট বন্দি কিংবা খোলা ছাতু বিক্রি হয় ঠিকই। কিন্তু চোখের সামনে এরকম বুটের ছোলা পিষিয়ে বানানো ছাতু চট করে পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই ক্রেতাদের ভিড়ও হচ্ছে নজরে পড়ার মতো৷ বিশাল জানান, পেট্রোলের মাধ্যমে ওই মেশিন চলে। প্রতিদিন প্রায় ৫০ কেজি বুটের ছোলা বিক্রি হচ্ছে। পাশাপাশি যে ছোলার ছাতু বাজারে ১৬০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে, সেই ছাতু তিনি মাত্র ১০০ টাকায় বিক্রি করছেন। পাশাপাশি চোখের সামনে পেষানোর ব্যবস্থা থাকায় ছাতুর গুণগত মান নিয়েও কেও কোনও প্রশ্ন তুলছেন না।
advertisement
Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| বাইকে লাগানো মেশিন, তাতে এ কী তৈরি হচ্ছে? মালামাল বিহারের যুবক








