প্রসূতিদের জন্য বড় পদক্ষেপ! এক ফোনেই বাড়িতে হাজির অ্যাম্বুল্যান্স!

Last Updated:

সামশেরগঞ্জের বিভিন্ন এলাকাতেও এবার ছুটবে অত্যাধুনিক অ্যাম্বূল্যান্স! তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে! বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের, প্রসূতিদের মায়েদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত পরিষেবা চালু হয়ে গেল সামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।

+
আ্যম্বূল্যান্স

আ্যম্বূল্যান্স পরিষেবা

সামশেরগঞ্জ, তন্ময় মন্ডল: সামশেরগঞ্জের বিভিন্ন এলাকাতেও এবার ছুটবে অত্যাধুনিক অ্যাম্বূল্যান্স! তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে! বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের, প্রসূতিদের মায়েদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত পরিষেবা চালু হয়ে গেল সামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
এ দিন পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা সামসেরগঞ্জের BMOH ডাক্তার তারিফ হোসেন ও ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম। একবার ১০২ নম্বরে ডায়াল করলেই প্রসূতিদের বাড়িতে পৌঁছে যাবে এই অ্যাম্বুল্যান্স। সোজা রোগীকে নিয়ে চলে আসবে অনুপনগর হাসপাতালে। আবার সন্তান হওয়ার পরে এই শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পৌঁছে দেবে বাড়িতে। পাশাপাশি, কোনও প্রসূতিদের মহিলাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অন্য সরকারি হাসপাতালে পৌঁছেও দেবে এই অ্যাম্বুল্যান্স।
advertisement
advertisement
মোট পাঁচটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হল। এতে অক্সিজেন সহ প্রেসার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। এবার শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স চালু হওয়ায় খুশি সামশেরগঞ্জ জুড়ে।
advertisement
সামশেরগঞ্জর বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “যাতে কোনও গুরুতর সমস্যার সম্মুখীন হতে না হয়, বিশেষ করে প্রসূতিদের মায়েদের যদি কোনও কারণে কোনও সমস্যা চলেও আসে সেই সমস্যার সমাধানের জন্য এই পরিষেবা। এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রসূতিদের মা ও নবজাতকদের জন্য নিরাপদ দ্রুত ও বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদান করা।তিনি আর‌ও জানান অত্যাধুনিক পরিষেবাযুক্ত এই অ্যাম্বুলেন্সে রয়েছে একাধিক ব্যবস্থা। আর কিছুদিনের মধ্যেই নব নির্মিত উন্নত পরিকাঠামো  বিড়ি শ্রমিকদের ১০০ বেডের হাসপাতাল উদ্বোধন হবে বলে জানান।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রসূতিদের জন্য বড় পদক্ষেপ! এক ফোনেই বাড়িতে হাজির অ্যাম্বুল্যান্স!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement