Hooghly News: কালো কুচকুচে ওটা কী! নামলেই গিলে খাবে...! গঙ্গায় বিশাল আকৃতির দানব আতঙ্ক, সাবধান!

Last Updated:

Hooghly News: গঙ্গার জলে ঘুরে বেড়াচ্ছে বিশাল দানবাকৃতির এক কুমির ! বাঁশবেড়িয়ার গঙ্গায় সেই বিশাল দানবের দেখা মিলেছে। যাকে এক ঝলক দেখলেই আতঙ্কের দানা বেঁধে নেয় শরীরের মধ্যে। সেই বিশাল কুমির ঘুরে বেড়াচ্ছে গঙ্গার জলে।

+
বিশাল

বিশাল দানব দেখা গেল গঙ্গায়

হুগলি: গঙ্গার জলে ঘুরে বেড়াচ্ছে বিশাল দানবাকৃতির এক কুমির ! বাঁশবেড়িয়ার গঙ্গায় সেই বিশাল দানবের দেখা মিলেছে। যাকে এক ঝলক দেখলেই আতঙ্কের দানা বেঁধে নেয় শরীরের মধ্যে। সেই বিশাল কুমির ঘুরে বেড়াচ্ছে গঙ্গার জলে। অসাবধানতাবশত গঙ্গায় কেউ নামলেই হতে পারে কুমিরের শিকার। তাই যাতে কোনও সাধারণ মানুষের বিপদ-আপদ না হয় তার জন্য সচেতনতা প্রচার শুরু করেছে পুরসভা।
বাঁশবেড়িয়া পুরসভা লাগোয়া চুঁচুড়া পুরসভার বিভিন্ন গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন। অনেকে গঙ্গা জল নিতেও আসেন প্রতিদিন। এছাড়াও নানা সামাজিক অনুষ্ঠান, পুজোয় ভিড় জয় গঙ্গার ঘাটগুলোতে। অসাবধানতার কারণে কাউকে যাতে কুমির টেনে নিয়ে না যায় তার জন্য মাইক প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
চুঁচুড়া ময়ূরপঙ্খি ঘাটে চুঁচুড়া পুরসভার প্রচার চলছে৷ টোটো নিয়ে প্রচার করেন পুরসভার স্বাস্থ্য দফতরের পুরো পারিষদ জয়দেব অধিকারী। তিনি বলেন, কুমির দেখা গেছে গঙ্গায়। যারা গঙ্গায় নামেন তাদের যাতে হঠাৎ বিপদ না হয় সেই কারণে সচেতন করা হচ্ছে। বনদফতর এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমরা সাধারণ মানুষকে প্রচারের মাধ্যমে সচেতন করছি। কেউ যাতে গঙ্গায় না নেমে পরেন।
advertisement
যারা দূর থেকে আসেন তারা হয়তো জানেন না গঙ্গায় কুমির আছে। তাই প্রচার করে সাবধান করা হচ্ছে। বাঁশবেড়িয়া পঞ্চাননতলায় ঈশ্বরগুপ্ত সেতুর নীচে গতকাল কুমির ঘুরতে দেখা যায়। আজ বন দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতর সেখানে গিয়ে কুমিরের খোঁজ চালাবে বলে জানা গেছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কালো কুচকুচে ওটা কী! নামলেই গিলে খাবে...! গঙ্গায় বিশাল আকৃতির দানব আতঙ্ক, সাবধান!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement