আরও শক্তিধর হতে চলেছে দেশ! বাংলার দুই জায়গায় মিলল হাজার কোটি টাকার 'গুপ্তধন'! কোথায় জানেন?

Last Updated:

বিরাট খনিজ ভান্ডারের সন্ধান মিলেছে। এই ব্লগ দুটি থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি মিলবে যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা। বড় প্রাপ্তিযোগ দেশের!

খনিজ উত্তোলন সংস্থা
খনিজ উত্তোলন সংস্থা
নদিয়া: বাংলার দুই জায়গায় মিলল হাজার হাজার কোটি টাকার পেট্রোলিয়াম জ্বালানি। রাজ্যের কপালে বেধে গেল লটারি! বিরাট জ্বালানি ভান্ডারের খোজ মিলেছে এই রাজ্যেই। সূত্রের খবর সমস্ত জ্বালানির আনুমানিক মূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা! এদিন সংসদের মধ্যেই তার খবর দেওয়া হল কেন্দ্র সরকারের তরফ থেকে। জেনে নিন কোথায় সেই গুপ্তধন রয়েছে।
জানা গিয়েছে নতুন দুটি তেল ও গ্যাস ব্লকের আবিষ্কার হয়েছে একটি উত্তর ২৪ পরগনার কাঁকপুল ও নদিয়ার রানাঘাটে এই বিরাট খনিজ ভান্ডারের সন্ধান মিলেছে। এই ব্লগ দুটি থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি মিলবে যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা।
advertisement
advertisement
ওএনজিসি এর অধীনে এই শক্তি আবিষ্কার হয়েছে এবং গত ২১ জুলাই রাজ্যসভায় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের রাজ্যের জ্বালানি সম্পদ নিয়ে প্রশ্ন করেন তার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই বিপুল জ্বালানি ভান্ডার থেকে রাজ্যের উন্নয়ন যেমন হবে তেমনি আয়ও বাড়বে বলে আশা করা যাচ্ছে একই সঙ্গে দেশের শক্তির ভান্ডার আরও বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে।
advertisement
উল্লেখ্য, যে কোনও দেশেরই অত্যন্ত মূল্যবান সম্পদ হল সেই দেশের খনিজ পদার্থ। আজ রাশিয়া এবং মদ্য প্রাচ্যের দেশগুলি অত্যন্ত শক্তিধর হওয়ার অন্যতম কারণ তাদের দেশের মাটির ভেতরে রয়েছে অমূল্য সব পেট্রোলিয়াম জাতীয় খনিজ পদার্থ। এই সমস্ত খনিজ পদার্থ দেশের শক্তি যেমন বৃদ্ধি করে তার পাশাপাশি আয়ের উৎসও বাড়ায়। পৃথিবীর বেশিরভাগ দেশেই এই খনিজ পদার্থ গুলি মেলে না ফলে তাদের বাধ্য হয়ে ক্রয় করতে হয় ওই দেশগুলির থেকে। ভারতবর্ষেও এই ধরনের খনিজ আবিষ্কার হওয়ার ফলে খুশি সকল নাগরিকেরা। আশা করা যাচ্ছে এর ফলে দেশ আরও শক্তিধর হবে তার পাশাপাশি আয়ের উৎসও বৃদ্ধি পাবে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আরও শক্তিধর হতে চলেছে দেশ! বাংলার দুই জায়গায় মিলল হাজার কোটি টাকার 'গুপ্তধন'! কোথায় জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement