Siuri Municipality: সিউড়ি পুরসভার বিরাট বদল! নতুন পুরপ্রধান হলেন তৃণমূল কাউন্সিলর
- Published by:Rachana Majumder
- Written by:Supratim Das
Last Updated:
Siuri Municipality: নতুন পুরপ্রধান হতে চলেছেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়।
বীরভূম: বীরভূমের সিউড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যানের ইস্তফার পর এবার নতুন পুরপ্রধান হতে চলেছেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়।
এর আগে সিউড়ি পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রণব কর। তবে কয়েকদিন আগেই তিনি শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দেন। সমস্যার কথা উল্লেখ করেই সিউড়ি সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তার পাশাপাশি ছাড়েন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদও । ৪ অগাস্ট সিউড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে প্রণব করের পুরপ্রধান হিসাবে পদত্যাগপত্র গৃহীত হয়। তবে গৃহীত হয়নি তাঁর কাউন্সিলর পদ থেকে পদত্যাগের পত্র। বৃহস্পতিবার বিকালে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে , ওই কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সিউড়ি পুরসভার নতুন পুরপ্রধান হবেন সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
তৃণমূলের বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান , ” সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সিউড়ি পুরসভার পুরপ্রধান করা হচ্ছে। ” উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন , “কোর কমিটির সিদ্ধান্তে সিউড়ি পুরসভার আগামী পুরপ্রধান পদে আমার নাম ঘোষণা হয়েছে। আমার ভালই লাগছে। আগেও আমি সিউড়ি পুরসভার পুরপ্রধান ছিলাম। এবার আমি চেষ্টা করব সিউড়ি শহরে জলের সমস্যা ছাড়া অন্য যে যে সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করার। হয়তো একদিনেই সব সমস্যা মিটে যাবে তা না, তবে চেষ্টা করব এবার সিউড়ি শহরটাকে গোছাতে।” আগামী ১৪ অগাস্ট চেয়ারম্যান হিসাবে নিযুক্ত কথা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Siuri Municipality: সিউড়ি পুরসভার বিরাট বদল! নতুন পুরপ্রধান হলেন তৃণমূল কাউন্সিলর