Bidyut Chakraborty: মেয়াদ শেষ হতেই বেজায় বিপদে বিদ্যুৎ চক্রবর্তী, বিশ্বভারতী কাণ্ডে ফের বাড়িতে পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bidyut Chakraborty: বিদ্যুৎ চক্রবর্তী এই নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং নির্দেশ মতোই তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং সেই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করতে হবে।
বোলপুর: বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আবারও জেরা করার জন্য শান্তিনিকেতন থানার পুলিশ উপাচার্যের বাসভবনে যায়। বিশ্বভারতীতে ফলক বসানো থেকে শুরু করে আরও পাঁচটি মামলা রয়েছে শান্তিনিকেতন থানায়। আর সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ এর আগেও তাঁকে দীর্ঘ ৩ ঘন্টা জেরা করে।
বুধবার বেলা এগারোটা নাগাদ আবারও শান্তিনিকেতন থানার পুলিশ তাঁর বাড়িতে যায়। বিদ্যুৎ চক্রবর্তী এই নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং নির্দেশ মতোই তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং সেই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করতে হবে। তারও ব্যবস্থা করেছে পুলিশ। প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেরোয় প্রায় দীর্ঘ ৩ ঘন্টা পর।
advertisement
advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকাকালীন কম বিতর্কে জড়াননি বিদ্যুৎ। শেষ ফলক বিতর্ক তুঙ্গে ওঠে তাঁর মেয়াদকালের শেষ পর্যায়ে। উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়াদ শেষ হওয়ার পর মোট পাঁচটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল শান্তিনিকেতন থানা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিদ্যুৎ। আদালত পুলিশকে বলে, ২০ এবং ২২ নভেম্বর নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎকে জেরা করা যাবে। আদালতের নির্দেশ মেনে পুলিশ গত ২০ নভেম্বর প্রথম বার উপাচার্যের সরকারি বাসভবন পূর্বিতায় গিয়ে তাঁকে জেরা করে। বুধবার আবারও একই ঠিকানায় পৌঁছে জেরা করল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bidyut Chakraborty: মেয়াদ শেষ হতেই বেজায় বিপদে বিদ্যুৎ চক্রবর্তী, বিশ্বভারতী কাণ্ডে ফের বাড়িতে পুলিশ