সাইকেলে দেশ ভ্রমণ! সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে অভিনব উদ্য়োগ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Woman Cyclist- পাঁচ বছর আগে ঘর থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সবিতা ম্যাথো। বিহারের ছাপড়া জেলার বাসিন্দা তিনি।
আলিপুরদুয়ার: পাঁচ বছর আগে ঘর থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সবিতা ম্যাথো। বিহারের ছাপড়া জেলার বাসিন্দা তিনি। পাঁচ বছর আগে যখন সাইকেল নিয়ে বের হন তখন তার উদ্দেশ্য ছিল বেটি বাঁচাও বেটি পড়াও-বার্তা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া। বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলিতে। এই কাজ শেষ হতে আবারও সাইকেলকে সঙ্গী করে বেরিয়ে পড়েছেন তিনি। এবারের উদ্দেশ্য দেশের সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানো।
৫৫ দিন আগে গুজরাতের ভুজ থেকে যাত্রা শুরু করেন তিনি। সঙ্গী আরেকজন সাইকেল আরোহী। ইতিমধ্যে তিনটি দেশ ঘুরে নিয়েছেন তারা। ভারতের ৯ টি রাজ্য ঘুরেছেন। প্রতিটি বিওপি-তে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলা তাঁদের শ্রদ্ধা নিবেদন করছেন সবিতা আর তার সঙ্গী। একজন মহিলা সাইকেল আরোহীর দেখা ভারতে খুব কম মেলে।
আরও পড়ুন- হলুদ সতর্কতা জেলায় জেলায়! শুক্র-শনি-রবি কী হতে চলেছে বাংলা জুড়ে…
সেনা জওয়ানরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবিতাকে। আধুনিক যুগ হলেও মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে এখনও এই দেশে। সেখানেই বীরাঙ্গনার ভূমিকায় সবিতা ম্যাথো।তার কথায় নিজেকে দুর্বল ভাবার মানসিকতা দূর করতে পারলেই মেয়েরা প্রকৃতরূপে এগোতে পারবে। তাকে দেখে যদি কোনও মহিলা সাইকেল নিয়ে নতুন কিছু জানার উদ্দেশ্যে বের হয়, তা অন্যতম জয় হবে তার বলে জানান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- কেউ চায় উচ্চশিক্ষা করতে, কেউ আবার চায় পোশাদারির কাজ করতে,জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শেষ!
সবিতা ম্যাথো জানান, ঘরে বসে থেকে নিরাপত্তা নিয়ে ভাবাটা মেয়েদেরকে পিছিয়ে দেয়। যুগ আধুনিক তখন হবে যখন মেয়েরা নিজেদের মন থেকে ভয় সরাতে পারবে। মহিলারা পারেন কোনও লক্ষ্য স্থির করলে সেখানে পৌঁছতে। মহিলারা হতে পারবে সমাজ সংস্কারের ধারক।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 8:06 PM IST