Higher Secondary Examination: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শেষ! কী জানাচ্ছে পরীক্ষার্থীরা?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় রয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে এগিয়ে নিয়ে যাবে তাদের উচ্চশিক্ষা। স্বাভাবিকভাবে প্রফেশনাল জীবনের শুরুতে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
পশ্চিম মেদিনীপুর: ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। উচ্চ মাধ্যমিক শেষের সামান্য কিছু প্রবেশিকা পরীক্ষা বাদ দিয়ে কলেজে ভর্তি পর্যন্ত প্রায় অনেকটা সময় চাপমুক্ত থাকে ছাত্রছাত্রীরা। তবে উচ্চ মাধ্যমিক দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় স্কুল জীবন। সেই টানা প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনায় বন্ধুত্বের মধ্যে ছেদ পড়ে। স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে একদিকে যেমন চাপমুক্ত হয় ছাত্র-ছাত্রীরা তেমনই কিছুটা হলেও কষ্ট গ্রাস করে তাদের। শুধু তাই নয় এরপর আসে উচ্চতর শিক্ষার ভাবনা, আসে কিছু করার মানসিকতা। হাসিমুখে পরীক্ষা দিয়ে বেরোলেও ঠোটের কোণে কোথাও লেগে থাকে হতাশার ছবি। মঙ্গলবার শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার পর ছাত্র-ছাত্রীদের থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া।
মাধ্যমিকের পর পড়ুয়ারা বিজ্ঞান , কলা, এবং বাণিজ্য বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে। তাই আবার ভর্তি হয় বৃত্তিমূলক শাখায়। তবে মঙ্গলবার শেষ হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরের একাধিক পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা কেন্দ্র পড়েছে। কিছু কিছু ছাত্র-ছাত্রীর বক্তব্য মোটের উপর ভাল পরীক্ষা হয়েছে। আগামীতে কলেজে ভর্তি হতে চায়, করতে চায় উচ্চশিক্ষা। কেউ আবার ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনাও করেনি। স্বাভাবিকভাবে পড়ুয়াদের মধ্যে একেকজনের একেক মত।
advertisement
advertisement
শুধু তাই নয় স্কুল জীবন শেষ এই উচ্চমাধ্যমিকে। এরপর সবাই আলাদা আলাদা জায়গায় ভর্তি হবে। দলবেঁধে স্কুলে যাওয়া, আনন্দ করতে করতে ফেরা কিংবা হৈ হুল্লোড় করে টিউশন যাওয়া তা আর হবে না। স্বাভাবিকভাবে পরীক্ষা শেষে আনন্দ হলেও কিছুটা হলেও কষ্ট তাদের মধ্যে।আবার কিছু ছাত্র-ছাত্রী যাদের কোনও ভবিষ্যৎ প্ল্যানিং নেই। কেউ বেছে নিয়েছে নিজেদের পেশাকে। কেউ করতে চায় মিস্ত্রির কাজ। কেউ আবার বন্ধ করে দিতে চায় পড়াশোনা।
advertisement
স্বাভাবিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে একাধিক পড়ুয়ার একাধিক মন্তব্য। তবে বেশ কিছু জন ফলাফলের অপেক্ষায় রয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে এগিয়ে নিয়ে যাবে তাদের উচ্চশিক্ষা। স্বাভাবিকভাবে প্রফেশনাল জীবনের শুরুতে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Examination: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শেষ! কী জানাচ্ছে পরীক্ষার্থীরা?