Bankura News: মাত্র দু'বছরে অবাক উত্থান বাঁকুড়ার ভারতীর

Last Updated:

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র আদিবাসী পরিবারে মেয়ে ভারতী মুর্মু

+
বল

বল পায়ে ভারতী মুর্মু

বাঁকুড়া: জাতীয় স্তরের ফুটবল খেলতে পঞ্জাবে পাড়ি বাঁকুড়ার কন্যার। মাত্র দুই বছরের অনুশীলনেই বাজিমাত। দারিদ্রতা এবং প্রতিকূলতাকে জয় করে বাংলার কন্যাশ্রী জাদু দেখাতে যাচ্ছেন পঞ্জাবে, ফুটবল মাঠে বাংলার হয়ে লড়াই করবেন বাঁকুড়ার ভারতী মুর্মু।
শুধু বাঁকুড়ার গর্ব নয়, রাজ্যের জন্যও এ এক গর্বের বিষয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র আদিবাসী পরিবারে মেয়ে ভারতী মুর্মু। তিন বোন ও এক ভাইয়ের সঙ্গে বাবা-মাকে নিয়ে ছয় জনের পরিবার। এক কথায় নুন আনতে পান্তা ফুরোয় সংসারে। সময় মত পরনের নতুন পোশাক, খেলার বুট বাবা-মা কিনে দিতে পারেননি। তবুও হাল ছাড়ার মেয়ে নয় ভারতী ও তার বোন। তারা ফুটবল খেলাকে বেছে নিয়েছে। লাগাতার দু’বছর ধরে ফুটবল অনুশীলন করছে বাঁকাদহ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম পরিচালিত মা সারদা পাঠদান কেন্দ্রে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মাত্র দু’বছরের অভিজ্ঞতায় ভারতী মুর্মু বাংলার হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে গিয়েছে। বাবা-মায়ের অনেক দুঃখ কষ্টের সংসার, লোকের বাড়িতে কাজ করেন তাঁরা। তবুও গর্বে তাঁদের বুক ভরে যায় মেয়ের ফুটবল খেলা দেখে। তবে ভারতী ফুটবলের পাশাপাশি পড়াশোনাতেও খুবই ভাল। তাঁর স্কুলের শিক্ষক থেকে শুরু করে সহপাঠী সকলেই চাইছেন সফল হোন তিনি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মাত্র দু'বছরে অবাক উত্থান বাঁকুড়ার ভারতীর
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement