Bhangar Murder Case: স্বামীর মাথায় ক্ষত, স্ত্রীর দেহ ঝুলন্ত! ভাঙড়ে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য, ‘বাবা-মাকে মারধরের জন‍্য...’ মেয়ের মারাত্মক অভিযোগ

Last Updated:

Bhangar Murder Case: মৃত দম্পতির ছেলে প্রথম ঘরে ঢুকে দৃশ্য দেখে। জানা গিয়েছে, মৃত দম্পতির চার সন্তান তিন ছেলে এবং এক মেয়ে। মোশারফ পিয়াদার গায়ে আঘাতের ক্ষত। মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই দাবি।

ভাঙড়ে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য, ‘বাবা-মাকে মারধরের জন‍্য...’ মেয়ের মারাত্মক অভিযোগ
ভাঙড়ে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য, ‘বাবা-মাকে মারধরের জন‍্য...’ মেয়ের মারাত্মক অভিযোগ
দক্ষিণ ২৪ পরগণা: ভাঙড়ে একই ঘরে উদ্ধার দম্পতির মৃতদেহ। মৃতদের নাম মোশারফ পিয়াদা (৪৫), শাহানারা বিবি (৩৮)। সূত্রের খবর, শাহানারা বিবির দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এবং মোশারফ পিয়াদার মাথায় রয়েছে আঘাতের চিহ্ণ। ভাঙড় ১ নং ব্লকের চন্দনেশ্বর থানার অন্তর্গত শাখশহরপুকুর খালপাড় এলাকায় ঘটেছে এই চাঞ্চল‍্যকর ঘটনা।
এলাকাবাসীর দাবি, মৃত দম্পতির ছেলে প্রথম ঘরে ঢুকে দৃশ্য দেখে। জানা গিয়েছে, মৃত দম্পতির চার সন্তান তিন ছেলে এবং এক মেয়ে। মোশারফ পিয়াদার গায়ে আঘাতের ক্ষত। মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই দাবি।
advertisement
advertisement
সকাল নটার সময় প্রথম খবর জানাজানি হয়। সূত্রের খবর, মোশারফ পিয়াদার দেহ খাটের উপর পড়েছিল। অপরদিকে তার স্ত্রী শাহানারাকে শাড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় খাটের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
মৃত দম্পতির মেয়ে মোসলেমা মোল্লার দাবী, গতকাল রাত্রেও তার বাবার সঙ্গে তার কথা হয়েছে। এর আগেও নাকি একদল লোক তার বাবা এবং মাকে মারধরের জন্য তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। তারা কারা সেটা বলতে পারছে না মোসলেমা।
advertisement
তবে তার সন্দেহ যে এবারও সেরকমই কিছু হয়েছে। স্থানীয় লোকজন কার্যত ভিড় করে রয়েছেন এলাকা জুড়ে। মোশারফ পিয়াদার বাবা শখের আলী জানিয়েছেন যে, স্বামী স্ত্রীর মধ্যে এর আগেও ছোটখাটো মনোমালিন্য হয়েছে কিন্তু কখনও এরকম ঘটনা ঘটে না।
advertisement
প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন কি করে এই ঘটনা ঘটল। পুলিশ ঘটনার স্থল ঘিরে রেখেছে। ঘটনাস্থলের বাইরে বসার জন্য ব্যবহৃত সিমেন্টের পোলের উপরে লাল ছোঁপ পাওয়া গিয়েছে। যেটা রক্তের দাগ বলেও মনে করা হচ্ছে। ঘটনাস্থলে এসছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhangar Murder Case: স্বামীর মাথায় ক্ষত, স্ত্রীর দেহ ঝুলন্ত! ভাঙড়ে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য, ‘বাবা-মাকে মারধরের জন‍্য...’ মেয়ের মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement