Indian Railways: নিরাপত্তা বাড়ানো হচ্ছে বহরমপুর স্টেশনে, প্রযুক্তিগত উন্নতি খতিয়ে দেখলেন পূর্ব রেলের রেল রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিক 

Last Updated:

একাধিক সময়ে এই লাইনের বিভিন্ন স্টেশনে আইন শৃঙ্খলা জনিত অবস্থায় রেলের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে সমগ্র ব্যবস্থা যাতে যথাযথ থাকে। তা নির্ধারণ করতেই এই সফর বলে জানিয়েছে আরপিএফ।

নিরাপত্তা বাড়ানো হচ্ছে বহরমপুর স্টেশনে
নিরাপত্তা বাড়ানো হচ্ছে বহরমপুর স্টেশনে
আবীর ঘোষাল, কলকাতা: আইজি-তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার বহরমপুর কোর্ট স্টেশন সম্প্রতি পরিদর্শন করেছেন ৷ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিগত উন্নয়ন পর্যালোচনা করেন তিনি। আইন শৃঙ্খলার দিক থেকে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একাধিক সময়ে এই লাইনের বিভিন্ন স্টেশনে আইন শৃঙ্খলা জনিত অবস্থায় রেলের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে সমগ্র ব্যবস্থা যাতে যথাযথ থাকে। তা নির্ধারণ করতেই এই সফর বলে জানিয়েছে আরপিএফ।
পূর্ব রেলওয়ের ইন্সপেক্টর জেনারেল-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার (আইজি-কাম-পিসিএসসি) অমিয় নন্দন সিনহা বহরমপুর কোর্ট স্টেশন এবং আরপিএফ পোস্ট/বহরমপুর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেছেন এবং চলমান এবং আসন্ন নিরাপত্তা উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
advertisement
advertisement
সিনহা জোর দিয়ে বলেন যে যাত্রী সুরক্ষা রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন উন্নত প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আরপিএফ তার লক্ষ্যকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ফেস রিকগনিশন সিস্টেম (এফআরএস) এবং এক্স-রে ব্যাগেজ স্ক্যানারের মতো বড় প্রকল্পগুলি পাইপলাইনে রয়েছে এবং অদূর ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
advertisement
তিনি আরও উল্লেখ করেন যে, বহরমপুর কোর্ট স্টেশনে সিসিটিভি নজরদারি ইতিমধ্যেই কার্যকরভাবে কাজ করছে এবং নিয়মিত ম্যানুয়াল পর্যবেক্ষণের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি মূল্যবান হাতিয়ার হিসেবে প্রমাণিত হচ্ছে।
advertisement
পরিদর্শনের সময়, সিনহা অতিরিক্ত আরপিএফ মোতায়েন এবং জেলা সদর দফতর বহরমপুর এবং এর আশপাশে সাম্প্রতিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কার্যকারিতা এবং কার্যকারিতা পর্যালোচনা করেন।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ক্রমাগত সতর্কতা এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সমস্ত যাত্রীদের জন্য নিরাপদ, সুরক্ষিত এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
অতীতে শিয়ালদহ-লালগোলা সেকশনে একাধিক আইনশৃঙ্খলা জনিত পরিণতির অবনমন ঘটেছে। রেলের সম্পত্তি নষ্টও হয়েছে। কোচ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তাই এই অবস্থায় এখন থেকেই নিরাপত্তা আঁটোসাটো করতে চায় রেল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: নিরাপত্তা বাড়ানো হচ্ছে বহরমপুর স্টেশনে, প্রযুক্তিগত উন্নতি খতিয়ে দেখলেন পূর্ব রেলের রেল রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিক 
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

  • গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক

VIEW MORE
advertisement
advertisement