Berhampore Murder Update: সুতপার বান্ধবীই দিত নানা খবর, চা খেয়ে সুতপার উপর নজরদারি চালাত সুশান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Berhampore Murder: সুতপার সহপাঠী এক ছাত্রীর সঙ্গে সুশান্ত বোন পাতিয়েছিল। যার থেকে সুতপার সব খবরাখবর নিত সুশান্ত।
#বহরমপুর: দু’সপ্তাহ ধরে সুশান্ত মেসে থেকে কি করল? তা জানার জন্য মেস মালিক ও তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করল তদন্তকারী অফিসারেরা। প্রসঙ্গত, সুতপা যে মেসে থাকত সেই কাত্যায়নীর গলির সামনে চায়ের দোকানে চা খেয়ে নজরদারি চালাত সুশান্ত, তদন্তে এমনই উঠে এসেছে। সেই চায়ের দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করে বহরমপুর থানার তদন্তকারী আধিকারিকেরা। তদন্তে আরও উঠে এসেছে, সুতপার এক বন্ধুর সঙ্গে সুশান্ত বোন পাতিয়েছিল তার থেকেই সুতপার সব খবরাখবর নিত সে। এবার তদন্তের স্বার্থে মালদহে নিয়ে যাওয়া হচ্ছে সুশান্তকে।
গত ১৮ই এপ্রিল বহরমপুর এসে গোরাবাজারের একটি মেস ভাড়া নেয় সুশান্ত। মাঝে একদিনের জন্য বাড়ি গেলেও ঘটনার একদিন আগে পর্যন্ত টানা ১৫দিন ওই মেসেই ছিল সে। দু সপ্তাহ ধরে সুশান্ত মেসে থেকে কি করল? তবে মেসে থেকেই কি করেছিল খুনের পরিকল্পনা। সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য তদন্তকারী অফিসারেরা মেস মালিক ও তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। প্রসঙ্গত, সুতপা যে মেসে থাকত সেই কাত্যায়নীর গলির সামনে একটি চায়ের দোকানে রয়েছে। সেই চায়ের দোকানে বসে চা খেয়ে নজরদারি চালাত সুশান্ত, তদন্তে এমনই উঠে এসেছে। সেই চায়ের দোকানের মালিককেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে বহরমপুর থানার তদন্তকারী আধিকারিকেরা।
advertisement
advertisement
তবে তদন্তের স্বার্থে তদন্তকারী আধিকারিকেরা সুশান্তকে নিয়ে মালদহে রওনা দেবে শীঘ্রই। সেখানে তার বাড়ি ও যেখানে সুশান্ত বড় হয়ে উঠেছে পিসির বাড়ি তাকে নিয়ে যাওয়া হবে। কারণ পিসির বাড়ির সামনেই সুতপার বাড়ি। বৃহস্পতিবার সুশান্তর ১০ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে তদন্তের কোনো ফাঁক রাখতে চাইছেন না তদন্তকারি আধিকারিকেরা৷
advertisement
সেই কারনেই মালদহে নিয়ে গিয়েও এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করা হবে তার আত্মীয় পরিজন থেকে সুতপার বাড়ির লোকজনকেও। তবে সুতপার সহপাঠী এক ছাত্রীর সঙ্গে সুশান্ত বোন পাতিয়েছিল। যার থেকে সুতপার সব খবরাখবর নিত সুশান্ত। তাঁকেও এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2022 8:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Berhampore Murder Update: সুতপার বান্ধবীই দিত নানা খবর, চা খেয়ে সুতপার উপর নজরদারি চালাত সুশান্ত